Calcutta High Court: চাকরি বাতিল মামলায় আদালত অবমাননা হয়েছে, হাইকোর্টের এক্তিয়ার নিয়ে একী বলল রাজ্য-পর্ষদ ?

Published : Apr 23, 2025, 03:15 PM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

Cal HC On SSC Scam: এসএসসি চাকরি বাতিল মামলায় এবার এক্তিয়ার নিয়ে প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় আদালত অবমাননা মামলায় রাজ্য ও পর্ষদের প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট।              

Cal HC On SSC Scam: এসএসসি চাকরি বাতিল মামলায় এবার এক্তিয়ার নিয়ে প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় আদালত অবমাননা মামলায় রাজ্য ও পর্ষদের প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল রাজ্য ও পর্ষদ।

জানা গিয়েছে, ২০১৬ সালের এসএলএসটি-র চাকরি বাতিল সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। তাই রাজ্য ও পর্ষদের দাবি, এই মামলার এক্তিয়ার একমাত্র শোনার অধিকার রয়েছে দেশের শীর্ষ আদালতেরই। এই বিষয়ে আবেদনকারী চাকরি প্রার্থীদের আইনজীবির দাবি, এই ধরনের কোনও নির্দেশিকা সুপ্রিম কোর্টের নেই । স্বপক্ষে যুক্তি দিতে চায় তারা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সময় দিয়েছে আদালত। আগামী ২৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি (Cal HC On SSC Scam)।

বুধবার এসএসসি ২৬ হাজার চাকরি বাতিলে আদালত অবমাননার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে। আদালত এসএসসি, রাজ্য ও তদন্তকারী সংস্থার অবস্থান জানতে চেয়ে ৪৮ ঘন্টা সময় দিয়েছিল। এদিন সেই মামলার শুনানি হয়।

সূত্রের খবর, এদিন এসএসসির তরফে আইনজীবীরা OMR শিটের মিরর ইমেজ সামনে আনার পরিবর্তে, আদালতে এসএসসির আইনজীবীরা সওয়াল করেন যে, এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন, তাই হাইকোর্টে এই মামলায় আদালত অবমাননার শুনানি হতে পারে না। হাইকোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন পর্ষদের আইনজীবীরা। যদিও মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক বলেন, 'কেন হতে পারে না সেটা বোঝানো হোক।'

অন্যদিকে, চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ''এই মামলা (SSC Scam) হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়। এবং সেখানে পুরো অর্ডার পাল্টে দেওয়া হয়নি। শুধুমাত্র সংস্কার করা হয়েছে, তাই আদালত অবমাননা মামলা হাইকোর্টেই সম্ভব।'' যদিও বিষয়টি নিয়ে আলোচনার জন্য সময় দিয়েছে আদালত। আগামী ২৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি (Calcutta High Court)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা