সামনেই রাজ্য বাজেট, ফেব্রুয়ারিতেই সরকারি কর্মীদের DA বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ফেব্রুয়ারিতেই পেশ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তার আগেই ঘোষণা করা হতে পারে ডিএ! প্রশাসনের একাংশ মনে করছে এবারের রাজ্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত কিছু ভাবতেই হবে রাজ্য সরকারকে।

Parna Sengupta | Published : Jan 22, 2025 6:54 PM
112

আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (West Bengal Budget)।

212

নবান্ন সূত্রে খবর আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দু সপ্তাহ চলবে অধিবেশন। তার আগে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

312

প্রথমে মনে করা হয়েছিল কেন্দ্রীয় বাজেট পেশ করার কয়েক দিনের মধ্যেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে। সেইভাবেই শুরু হয়েছিল প্রস্তুতি।

412

কিন্তু বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

512

তাই একটু সময় নিয়ে দেখেশুনেই বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। আর এই কারণেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর এই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে।

612

নবান্ন সূত্রে খবর, আগামী কয়েক দিন জেলা সফরের কাজে ব্যস্ত থাকার কারণে মুখ্যমন্ত্রী চান তাঁর সফর শেষ হওয়ার পরেই এই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হোক।

712

রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের কথায় এবছরের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পগুলিতেও অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই মনে করা হচ্ছে।

812

এছাড়াও রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতার বিষয়টিও ভাবনায় রয়েছে মুখ্যমন্ত্রীর।

912

সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করার পর কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

1012

ভোটের কাজে এই সরকারি কর্মচারীদের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। তাই প্রশাসনের একাংশ মনে করছে এবারের রাজ্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত কিছু ভাবতেই হবে রাজ্য সরকারকে।

1112

রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা নিয়ে নতুন করে ভাবতে বসেছে নবান্ন। এই কারণেই আসন্ন নির্বাচনের আগে তাদের জন্য সুরাহা করা প্রয়োজন বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ।

1212

তাই এবার হাতে এই অতিরিক্ত সময় নিয়েই দেখে শুনেই ২০২৫-২৬ সালের বাজেট তৈরি করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos