পূরবী সিনেমার কাছে ভেঙে পড়া বাড়ির উদ্ধার কার্য পরিদর্শনে ছুটে এলেন শশী পাঁজা, ঘটনাস্থলে এলাকার কাউন্সিলরের দেখা না মেলায় ক্ষুব্ধ স্থানীয়রা

দমকল সূত্রে খবর বহুতলের সিড়ি ভেঙেই মূলত বিপত্তি ঘটেছে। বাড়ির মধ্যেই আটকে যায় ওই বাড়িরই পাঁচজন বাসিন্দা। পরে দমকল এসে তাঁদের উদ্ধার করে। ঘটনায় হতাতের কোনও খবর মেলেনি।

Web Desk - ANB | Published : Jan 16, 2023 11:11 AM IST

কলকাতার পূরবী সিনেমাহলের কাছে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। ঘটনাস্থল পরিদর্শনে ছুটে গেলেন রাজ্যের মন্ত্রীর শশী পাঁজা। সোমবারই কলকাতার পূরবী সিনেমাহলের কাছে আচমকাই ভেঙে পড়ে একটি বাড়ি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছিলেন কলকাতার সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। এবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উদ্ধারকাজ ঠিক মতো চলছে কিনা সেবিষয়ও খতিয়ে দেখলেন তিনি। কিন্তু ঘটনাস্থলে দেখা মেলেনি সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরের। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজন।

দমকল সূত্রে খবর বহুতলের সিড়ি ভেঙেই মূলত বিপত্তি ঘটেছে। বাড়ির মধ্যেই আটকে যায় ওই বাড়িরই পাঁচজন বাসিন্দা। পরে দমকল এসে তাঁদের উদ্ধার করে। ঘটনায় হতাতের কোনও খবর মেলেনি। ওই বাড়ির বাসিন্দাদের সূত্রে জানা যায় আচমকাই বাড়ির তিন তলার সিঁড়ি ধসে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনাস্থলেই আটকে পড়েন বাড়ির পাঁচ সদস্য। সিঁড়ি ভেঙে পড়ার পরই এলাকার স্থানীয় নেতাকে ফোন করা হয়। তিনিই এসে যাবতীয় ব্যবস্থা নেন বলে পরিবার সূত্রে খবর।

আরও পড়ুন - 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আবারও মেঘালয়ে যাচ্ছে মমতা, বুধবার রয়েছে তৃণমূলের জনসভা

সোমবার মুর্শিদাবাদে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগের উদ্যোগ

'আমার দুর্ভাগ্য এখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ...' জাকিরের পাশে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার

Share this article
click me!