IPL 2025: উদ্বোধনী ম্যাচে দর্শকের যাতায়াতের জন্য রাতে কলকাতা মেট্রো দেবে বিশেষ সুবিধা!
২২ মার্চ ইডেনে IPL 2025-এর উদ্বোধনী ম্যাচে KKR বনাম RCB-র খেলা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। CAB-এর অনুরোধে কলকাতা মেট্রো গ্রিন ও ব্লু লাইনে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে, যা দর্শকদের জন্য সহায়ক হবে।