মাঝ মার্চেই হাওয়া বদল দক্ষিণবঙ্গের। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে IPL 2025। তার আগে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিলো আলিপুর আবহাওয়া দফতর (Today weather Forecast)। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বজ্রবিদ্যু
কলকাতা: মাঝ মার্চেই হাওয়া বদল দক্ষিণবঙ্গের। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে IPL 2025। তার আগে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিলো আলিপুর আবহাওয়া দফতর (Today weather Forecast)। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক
জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমের কিছু জেলাতে।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের রবিবার থেকেই বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ কলকাতার তাপমাত্রা। আসবে বড় পরিবর্তন। কী বলছে আলিপুর হাওয়া অফিস? জানুন বিস্তারিত সম্পূর্ণ প্রতিবেদন পড়ে।
কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? দক্ষিণবঙ্গ (South Bengal Weather Forecast)
১৯ মার্চ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই কয়দিন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। তবে ২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই।
কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এই পাঁচ জেলাতে। সঙ্গে দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা। ২১ মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে।
কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে:- বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা। অন্যদিকে, ২২ মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি। ২৩ মার্চ রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
২৪ মার্চ সোমবার দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain)।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে, অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে (North Bengal today Weather News)
১৯ ও ২০ মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। ২১ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২৩ মার্চ রবিবার উত্তর বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (North Bengal Weather Update)
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
