রক্তাক্ত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, দুই পক্ষের সঙ্ঘাতে পড়ুয়ার আশঙ্কাজনক অবস্থা

Published : Sep 12, 2025, 04:14 PM ISTUpdated : Sep 12, 2025, 04:24 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Dakshineshwar Metro News: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনেদুপুরে রক্তারক্তি কাণ্ড। যাত্রীদের চোখের সামনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Dakshineshwar Metro News: ভরদুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে হাড়হিম করা ঘটনায়। যাত্রীভরা মেট্রো স্টেশনে এক ছাত্রের ওপর ছুরি নিয়ে হামলা চালাল অপর এক ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের সংঘর্ষে ছুরি নিয়ে হামলা চালায় এক স্কুল পড়ুয়া। তাতেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে অপরজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গিয়েছে।

ঠিক কী ঘটেছিল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে? 

এদিকে দিনের ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বরের মতো একটি আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের মেট্রো স্টেশনে কীভাবে ছুরি নিয়ে ঢুকল ওই পড়ুয়া? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী কারণে দুই পক্ষের মধ্যে ঝামেলা এবং কেন তারা হামলা চালালো সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনার পর থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ছেড়ে পালিয়েছে আক্রমণকারী পড়ুয়াদের দল। 

পুলিশ কী বলছে? 

জানা গিয়েছে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দু দল ছাত্রের মধ্যে মারামারি ছুড়ির ঘায়ে রক্তাক্ত হয় এক ছাত্র। ওই ছাত্রকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কী কারণে এই ঘটনা তারা ঘটাল তা  জানতে মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ও আরপিএফ। পুলিশ সূত্রে খবর, যে ছাত্র চুরি নিয়ে হামলা চালিয়েছে সে পলাতক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের রক্তাক্ত পায়ের ছাপ। ঘটনার খবর চাউর হতেই আরও বাড়িয়ে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের নিরাপত্তা। তবে কী কারণে এই দরনের ঘটনা ঘটল? পুরনো কোনও শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ! তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও কলকাতা  মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর