লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কড়াকড়ি, মানতে হবে ১৬ দফা নির্দেশিকা, না হলে বন্ধ হয়ে যাবে ভাতা, প্রকাশ্যে নয়া আপডেট

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে এবার থেকে ১৬ টি নতুন নির্দেশিকা মানা বাধ্যতামূলক। আবেদনকারীর তথ্যে সামান্য ভুল থাকলেও ভাতা বন্ধ হয়ে যেতে পারে। অর্থ দফতরের তরফ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
Sayanita Chakraborty | Published : Dec 13, 2024 7:21 PM / Updated: Dec 13 2024, 07:26 PM IST
115

মমতা সরকারের রয়েছে একাধিক প্রকল্প। প্রতি মাসে ভাতা দিয়ে থাকেন মমতা সরকার।

215

প্রতি মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে তরুণের প্রকল্প, বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার।

315

মমতা সরকারের এই সকল ভাতার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি খ্যাতি পেয়েছে। রাজ্যের মহিলারা মাসে ১০০০ থেকে ১২০০ টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারের দ্বারা।

415

এবার খারাপ খবর এল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। জানা গিয়েছে, লক্ষ্মীক ভাণ্ডার পেতে মানতে হবে ১৬ দফা নির্দেশিকা। না হলে বন্ধ হয়ে যাবে ভাতা।

515

সম্প্রতি এক নির্দেশিতা জারি করে অর্থ দফতর তরফে বলা হয়েছে, যে সব দফতর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় তাদের ১৬ দফা নির্দেশিকা মানতে হবে।

615

উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ যাবতীয় তথ্য ভালো ভাবে যাচাই করতে হবে। প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে, তার ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যানসেল চেক নিতে হবে।

715

এই নথিতে উপভোক্তার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি থাকবে সেখানে। এই আইএফএসসি কোড রিজার্ভ ব্যাঙ্কের তালিকা দেখে যাচাই করবে দফতর। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের হতে হবে।

815

ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদন দিতে হবে গ্রুপ এ-র বা তার ওপরের পদের কোনও আধিকারিককে। কোনও লেনদেন একবার ফেল হলে সেক্ষেত্রে সংশোধন নিয়ন্ত্রিত হবে।

915

উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করবে এনপিসিআইএল। যদি যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি উপভোক্তার নামের সঙ্গে তথ্য মেলে তবেই ঢুকবে টাকা।

1015

এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর তার ফোনেও এসএমএস পাঠানো হবে।

1115

আবেদন মঞ্জুর বা বাতিল যা হোক না কেন আপনি মেসেজ পাবেন। সংশোধনের ক্ষেত্রেও এসএমএস পাঠাতে হবে। অনলাইনে আবেদন জমা পড়লে অফলাইনে কাগজ বা ফর্ম আর গ্রহণ করা হবে না।

1215

টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয়ের বিষয় নজর রাখতে হবে। ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন লেটেস্ট ভার্সানে হতে হবে।

1315

যে সব দফতর তরফে টাকা পাঠানো হচ্ছে তাদের মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে সমস্ত কিছু পর্যালোচনা করে স্টেটমেন্ট তৈরি করতে হবে।

1415

যে সব দফতর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় তাদের এবার থেকে এই ১৬ দফা নির্দেশিকা মানতে হবে।

1515

এবার বছর শেষে মিলল নয়া তথ্য। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মানতে হবে এই ১৬ নির্দেশিকা। আবেদনকারীর তথ্যে সামান্য ভুল থাকলে ভাতা বাতিল হয়ে যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos