Rabindra Sadan Metro Station: কলকাতার মেট্রো যাত্রীদের কাছে পরিচিত মেট্রো স্টেশন হল রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। অফিস যাত্রী তো বটেই সংস্কৃতিপ্রেমি কলকাতাবাসীর কাছেও এই স্টেশনের গুরুত্ব অনেক।
কলকাতার মেট্রো যাত্রীদের কাছে পরিচিত মেট্রো স্টেশন হল রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। অফিস যাত্রী তো বটেই সংস্কৃতিপ্রেমি কলকাতাবাসীর কাছেও এই স্টেশনের গুরুত্ব অনেক।
211
রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের গুরুত্ব
এই স্টেশন কলকাতার একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। এই স্টেশন একদিকে যেমন হাওড়ার যাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ অন্যদিকে তেমনই গুরুত্বপূর্ণ নিউটাউন, সেক্টর ফাইভের যাত্রীদের কাছে। পাশাপাশি পার্ক সার্কাস বা শিয়ালদহ যাত্রীদের কাছেও গুরুত্বপূর্ণ।
311
গুরুত্ব
রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বের হলেই একাধিক রুটের বাস পাওয়া যায়। ট্র্যাক্সিরও ব্যবস্থা রয়েছে।
ভোজন রসিক কলকাতাবাসীর কাছেও রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের গুরুত্ব অনেক। এই স্টেশনের কাছেও রয়েছে একাধিক রেস্তোঁরা আর খাবারের স্টল।
511
মোমো
রবীন্দ্র সদন স্টেশনের আশপাশে একাধিক মোমোর ছোটবড় স্টল রয়েছে। একটা সময় যখন চেইন বিজনেজ ছিল না তখন রবীন্দ্র সদনে সস্তায় মোমো পাওয়া যেত স্ট্রিট ফুড হিসেবে। একাধিক স্টল এখনও রয়েছে।
611
ফুচকা
রবীন্দ্র সদনের ফুচকা কলকাতার জনপ্রিয় ফুচকাগুলির মধ্যে একটি। রবীন্দ্র সদন স্টেশন থেকে বেরোলেই পাওয়া যায় ফুচকা। শুঘু একটাই নয়, রবীন্দ্র সদনের পাশেও রয়েছে একাধিক ফুচকার স্টল। যা রীতিমত জনপ্রিয়।
711
রোলের স্টল
কলকাতার জনপ্রিয় স্ট্রিটফুডগুলির মধ্যে একটি হল রোল। এগ, চিকেন, ভেজ, পনির - একাধিক রোল তৈরি হয় কলকাতায়। তারও একাধিক স্টল রয়েছে রবীন্দ্র সদন স্টেশনের আশপাশে। চটজলদি পেট ভরাতে কলকাতার পথচারীদের কাছে রোল কিন্তু অত্যন্ত জনপ্রিয়।
811
নন্দন চত্ত্বরে খাবারের দোকান
নন্দন চত্ত্বরে রয়েছে একটি খবারের ছোট্ট দোকান। সেখানেই নানা ধরনের ফার্স্টফুড বিক্রি হয়।
911
হলদিরাম
রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উল্টোদিকে রয়েছে হলদিরাম ফুডকোর্ট। সেখানে নানা ধরের খাবার বিক্রি হয়।
1011
হলদিরাম
রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উল্টোদিকে রয়েছে হলদিরাম ফুডকোর্ট। সেখানে নানা ধরের খাবার বিক্রি হয়।
1111
এলগিন রোডের রেস্তোঁরা
এলগিন রোডে একাধিক রেস্তোঁরা রয়েছে। যেখানে চাইনিজ, মোগলাই, ভারতীয় - নানা ধরনের খাবার বিক্রি হয়।