- Home
- West Bengal
- West Bengal News
- Summer Vacation: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, গরমের ছুটি কি বাড়বে বাংলার স্কুলগুলোতে?
Summer Vacation: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, গরমের ছুটি কি বাড়বে বাংলার স্কুলগুলোতে?
Summer Vacation: গরমের ছুটি শেষ হওয়ায় আজ থেকে স্কুল খুলছে। তীব্র গরম ও করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে কি বাড়বে ছুটি? এই নিয়ে চলছে উদ্বেগ। জেনে নিন এই নিয়ে কী সিদ্ধান্ত নিল সরকার।

৯ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি। ছুটি ছিল ৩১ মে পর্যন্ত। ১ জুন ছিল রবিবার। তারপর আজ খুলছে বাংলার সকল সরকারি ও বেসরকারি স্কুল।
মাঝে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন যে বাড়বে গরমের ছুটি।
কেউ বলেছেন ৭ দিন বাড়ছে ছুটি তো কেউ দাবি করেছেন ছুটি ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে। ১৭ জুন থেকে খুলবে রাজ্যের স্কুলগুলো।
সকলের মনে আশা থাকলেও গরমের ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি মমতা সরকার। ফলে আজ সোমবার থেকেই শুরু হবে স্কুলের পঠনপাঠন।
এদিকে নিম্নচাপের পর ফের বেড়ে চলেছে গরম। গত ২ দিন ধরে তাপমাত্রা উর্ধ্বগামী।
গরমের ওষ্ঠাগত অবস্থা সকলের। এই গরমে বাচ্চারা কীভাবে স্কুল করবে তা নিয়ে চিন্তায় অভিভাবকেরা। তবে, গরমের কথা মাথায় রেখে আপাতত ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার।
অন্যদিকে, দেশের সঙ্গে এ রাজ্যেও বাড়ছে করোনা। একের পর এক করোনা আক্রান্তে খবর আসছে সামনে।
গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তে হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২৮৭ জন।
তবে, করোনা নিয়ে এখনও রাজ্যের পক্ষ থেকে কোনও রকম ঘোষণা হয়নি। জারি হয়নি সতর্কতা।
ফলে, আপাতত করোনা বৃদ্ধির কারণে স্কুলে ছুটি বৃদ্ধির নোটিশ নাও আসতে পারে বলে মনে করছে সকলে।
এর আগেও স্কুল খোলার পর ফের গরমের ছুটি বাড়াতে দেখা গিয়েছে। এই গরম ও করোনার কারণে ফের ছুটি বাড়তে পারে বলে আশা অনেকেরই।
এখন দেখার শিক্ষা দফতরের পক্ষথেকে ফের নতুন কোনও ঘোষণা হয় কি না।

