আচমকা স্কুলে গরমের ছুটি কমিয়ে দিল নবান্ন? কী আপডেট দিল শিক্ষা দফতর?

Published : May 07, 2025, 07:20 PM IST

চৈত্রের দাবদাহে পুড়ছে কলকাতা থেকে জেলা। বসন্তের মিঠেকড়া বাতাস তো নেই-ই, উলটে সূর্যের চোখরাঙানিতে ঘরে টেকা দায়। কিন্তু এরই মাঝে খারাপ খবর! আচমকা গরমের ছুটি নাকি কমানো হয়েছে। কতদিন ছুটি মিলবে?

PREV
113

মে মাসের সবে এক সপ্তাহ কেটেছে। কিন্তু তার মধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে বাংলার আবহাওয়ার।

213

টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে। ফলে কালঘাম ছুটে গিয়েছে।

313

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মে মাসের শেষের দিকেই পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

413

এহেন পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পঠনপাঠন (School Holiday) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

513

এপ্রিল মাস থেকে বাংলার স্কুলগুলিতে দুই ধরণের রুটিন থাকবে বলে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

613

গরমের অস্বস্তি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুলে এগিয়ে আনা হয় গরমের ছুটি। তাপপ্রবাহ পরিস্থিতিতে বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

713

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ শে এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে।

813

যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি তবে এবছর ১২ই মে থেকে ১১ দিন গরমের ছুটি থাকার কথা ছিল।

913

যে হারে গরম পড়েছে আর একটু বেলা বাড়লেই রোদের তাপ বাড়ছে তাতে গরমের ছুটি এগিয়ে আনা হয়।

1013

এখন প্রশ্ন গরমের ছুটি কি আচমকা কমিয়ে দিল নবান্ন!

1113

নবান্ন জানিয়েছিল ৩০ শে এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে।

1213

তবে কবে খুলবে স্কুল সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। গতবছরও ছুটির আগেভাগে ঘোষণা করা হয়েছিল। তবে গরম থাকার জেরে ছুটি বর্ধিত করা হয়েছিল।

1313

শুরুর তারিখ সম্পকে জানালেও কবে ছুটি শেষ হবে সেটা আলাদা করে উল্লেখ করা হয়নি।

click me!

Recommended Stories