নবান্নের নয়া ঘোষণা! মাধ্যমিক পাশ করলেই ছাত্রছাত্রীরা পাবেন ১০ হাজার টাকা! আজই করুন আবেদন

Published : May 06, 2025, 04:16 PM IST

এক বিশেষ প্রকল্পের (Government Scheme) ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. প্রকল্পে ছাত্রছাত্রীরা পাবেন ১০,০০০ টাকা। আসুন তাহলে কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

PREV
112

পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্পে মিলবে ১০ হাজার টাকা!

212

কীভাবে পাবেন এই টাকা আর কারাই বা আবেদন করার যোগ্য এই প্রকল্পে?

312

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট। আর ছাত্র-ছাত্রীদের সাহায্যে এক বিশেষ প্রকল্পের (Government Scheme) ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

412

এই নতুন প্রকল্পে ছাত্রছাত্রীরা পাবেন ১০,০০০ টাকা। এই টাকায় তাঁরা নিজেদের জন্য মোবাইল কিনতে পারবেন।

512

এই প্রকল্পের সহায়তা পেতে ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

612

ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

712

এই প্রকল্পে কোন ইনকামের সোর্স উল্লেখ করা হয়নি। তাই আলাদা করে পারিবারিক ইনকাম উল্লেখ করতে হবে না। কারণ প্রকল্পের জন্য সবাই যোগ্য।

812

অন্যান্য প্রকল্পের মতো এক্ষেত্রেও আবেদন জানানোর জন্য কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এখন দেখে নেওয়া যাক আপনাদের জন্য কোন কোন নথি জমা দেওয়া জরুরি।

912

আধার কার্ড (যদি ভুল থাকে তাহলে সংশোধন করে নেবেন)

মাধ্যমিকের এডমিট কার্ড এবং রেজাল্ট

ব্যাংকের পাসবুকের জেরক্স

যারা একাদশ শ্রেণীতে উঠলেন, তার ভর্তির রিসিপ্ট কপি।

1012

এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া ছাত্র-ছাত্রীদের নিজস্ব স্কুলের মাধ্যমেই হবে। প্রকল্পের আবেদন শুরু হলে স্কুলের তরফে যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

1112

যে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলি স্কুলের তরফে চেয়ে নেওয়া হবে। তারপর সেগুলি সেলফ এটেস্টেড করে জমা দিলেই উক্ত শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে। তারপর নির্দিষ্ট সময়মতো প্রকল্পের টাকা চলে আসবে সরাসরি ব্যাংক একাউন্টে।

1212

কম বেশি সকলেই এই প্রকল্পের বিষয়ে জানে। এই প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন স্কিম (Taruner Swapna).

click me!

Recommended Stories