গরমের ছুটি শেষ! কবে থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সব স্কুল, ফের নোটিশ জারি নবান্নের!

Published : Jun 15, 2025, 09:36 AM IST

গরমের তেজে ঘরে টেকা দায়। বৃষ্টি তো দূর, ভ্যাপসা গরমে রীতিমত কাবু আট থেকে আশি। এই আবহে শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার নয়া নোটিশ জারি নবান্নের।

PREV
115

জুন মাসে খেল দেখাচ্ছে আবহাওয়া। টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে। ফলে কালঘাম ছুটে গিয়েছে।

215

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গরমের পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

315

নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা। আর এই পরিস্থিত বিরাট সিদ্ধান্তের পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ সরকার।

415

এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে দু’দিনের অতিরিক্ত গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

515

এদিকে, স্কুলে দু’দিনের গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে।

615

১৩ জুন শুক্রবার এবং ১৪ জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তালা বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

715

এবার গরমের ছুটি শেষের পথে অর্থাৎ ১৫ জুন রবিবার স্বাভাবিক ছুটি থাকায় পুনরায় ১৬ জুন অর্থাৎ, সোমবার থেকে স্কুল চালু হবে।

815

তবে হ্যাঁ, এই ছুটির বাইরে ছিল পার্বত্য এলাকার স্কুলগুলি, যেখানে তাপমাত্রা এখানকার তুলনাই কম।

915

এদিকে, শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই (Controversy Over WB School Closing Decision) রেগে কাঁই শিক্ষক মহল থেকে অভিভাবকরা।

1015

গত ২ জুন গরমের ছুটি শেষ হয়ে পঠন-পাঠন শুরু হলেও মে মাসের শেষ থেকে গরমের পরিমাণ অত্যাধিক হারে বাড়তে থাকে। যার ফলে রাজ্যের নানা প্রান্তে বাড়তে থাকে পড়ুয়া অসুস্থতার খবর।

1115

তড়িঘড়ি গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে জানান, শুক্রবার ও শনিবার এই দু’দিন সব সরকারি স্কুলে পঠন-পাঠন স্থগিত থাকবে।

1215

আগামী সোমবার থেকে স্কুল খোলা থাকবে। তবে এই ছুটির আওতায় থাকবে না উত্তরবঙ্গ।

1315

কিন্তু স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকলেও শিক্ষা দফতর স্পষ্ট জানায় শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকতে হবে।

1415

সরকারের এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক-শিক্ষিকা। এদিকে পড়ুয়াদের সিলেবাস শেষ না হওয়া নিয়ে উঠছে অভিভাবকদের মধ্যে প্রশ্ন।

1515

তাঁদের বক্তব্য, এক মাসেরও বেশি সময় গরমের ছুটি ছিল। এখন ফের ছুটি দেওয়া হলে সিলেবাস শেষ করা কীভাবে সম্ভব? বরং মর্নিং স্কুলই হতে পারত সঠিক সমাধান।

Read more Photos on
click me!

Recommended Stories