৯ অগস্ট নবান্ন অভিযানে সব রাজনৈতিক দলকে ডাক তিলোত্তমার পরিবারের, বাদ শুধু তৃণমূল

Published : Aug 03, 2025, 04:41 PM ISTUpdated : Aug 03, 2025, 04:42 PM IST

RG Kar মেডিক্যাল কলেজ হাসপাতাল-কাণ্ডের এক বছর পূর্ণ হবে ৯ অগস্ট। নিহত নির্যাতিতার বিচারের দাবিতে এখনও সরব রয়েছেন নির্যাতিতার বাবা ও মা।

PREV
16
৯ অগস্ট নবান্ন অভিযান

RG Kar মেডিক্যাল কলেজ হাসপাতাল-কাণ্ডের এক বছর পূর্ণ হবে ৯ অগস্ট। নিহত নির্যাতিতার বিচারের দাবিতে এখনও সরব রয়েছেন নির্যাতিতার বাবা ও মা। মেয়ের নৃশংস-হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নিহতের পরিবার আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। দলমত নির্বিশেষে সকল মানুষকেই নবান্ন অভিযানে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। মেয়ের মৃত্যের এক বছর পরেও বিচার না পেয়েছ অগস্ট মাসে একাধিক কর্মসূচি নিয়েছে নির্যাতিতার পরিবার।

DID YOU KNOW ?
RG Kar- হত্যাকাণ্ড কী?
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ অগস্ট ২০২৪ -এ উদ্ধার হয়েছিল এক চিকিৎসক পড়ুয়ার দেহ। নৃশংসভাবে খুন করা হয়েছিল। খুনের প্রমাণ লোপাট করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। নিহতের পরিবারের সঙ্গে বিচারের দাবিতে সরব হয়েছিল গোটা রাজ্য।
26
রাত দখল

গতবছর RG Kar হত্যাকাণ্ডের প্রতিবাদেই ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন রাত দখল কর্মসূচির ডাক দিয়েছিল সমাজকর্মী। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। কিন্তু এই বছর নির্যাতিতার পরিবারই রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছে ১৪ অগস্ট। নির্যাতিতার পরিবার বলেছে, 'কোটি কোটি মানুষ গত বছর যেমন প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এই বছরও সেইভাবে পালিত হোক।'

36
নির্যাতিতার পরিবারের আবেদন

৯ অগস্ট নবান্ন অভিযানের আর্জি নিয়ে নির্যাতিতার পরিবার একাধিক রাজনৈতিক দলের কাছে গিয়েছিল। কিন্তু বাদ শুধু তৃণমূল কংগ্রেস। প্রথমেই নবান্ন অভিযানের কথা নির্যাতিতার পরিবার জানিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিজেপির রাজ্য দফতলেও গিয়েছিল নির্যাতিতার পরিবার। সেই সময় থেকেই শুভেন্দু অধিকারী এই অভিযানের প্রস্তুতিত নিতে শুরু করেছেন। তিনি ট্রেনের ব্যবস্থা করতে দিল্লি পর্যন্ত গিয়েছিলেন বলে সূত্রের খবর। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টার্যের সঙ্গেও দেখা করেন।

46
রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ

তিলোত্তমার পরিবার া আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মহম্মদ সেলিম, বিধানভবনে গিয়ে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারে নবান্ন অভিযানে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। SUCI রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। সংগ্রামী যৌথমঞ্চের সঙ্গেও দেখা করেছেন। নবান্ন অভিযানে সামিল হতে আবেদন জানিয়েছেন।

56
বাদ তৃণমূল

নির্যাতিতার পরিবার সব রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানালেও বাদ তৃণমূল কংগ্রেস। যদিও অভিযানের কথায় তৃণমূল নেতা জয়প্রকাশ নারায়ণ বলেছেন, নির্যাতিতার পরিবার কী করে বলছেন, তারা বিচার পাননি! পরিবার সিবিআই তদন্ত চেয়েছিল তাই পেয়েছে। অভিযুক্তের সাজাও হয়েছে। কেন নির্যাতিতার পরিবার অখুশি - তাই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

66
কর্মসূচি নিয়ে সংশয়

কংগ্রেস বিজেপি সিপিএম- যুযুধান এই রাজনৈতিক দলগুলি নির্যাতিতার পরিবারে কথা শুনে নবান্ন অভিযানে যাবে কিনা তাই নিয়ে রয়েছে প্রশ্ন। বিজেপি যাচ্ছে এটা স্পষ্ট। কারণ শুভেন্দু জানিয়েছেন, তাঁর দলের নেতাকর্মীরা পতাকা ছাড়াও এই অভিযানে সামিল থাকতে চেয়েছে। অন্যদিকে সিবিএম জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মসূচিতে তাদের পূর্ণ সমর্থন ছিল। ভবিষ্যতেও থাকবে। কংগ্রেসও একই কথা বলেছে। তবে অ-রাজনৈতিক কর্মসূচি অ-রাজনৈতিক থাকাই শ্রেয় বলেও তাদের মত।

Read more Photos on
click me!

Recommended Stories