কাটল জট, জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ শুরুর ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট, বেঁধে দেওয়া হল শর্ত

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ শুরুর ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। পরিবেশ মন্ত্রকের অনুমতি ছাড়া নতুন করে কোনও গাছ কাটা বা স্থানান্তর করা যাবে না বলে জানিয়েছে আদালত।

দীর্ঘ জটিলতার পর জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রোর। কাজ শুরুর ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বি আর গাভাই, বিচারপতি পি কে মিত্র এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ দিল নয়া নির্দেশ। বলা হয়েছে, পরিবেশ মন্ত্রকের অনুমতি ছাড়া নতুন করে কোনও গাছ কাটা বা তা অন্যত্র স্থানান্তর করা যাবে না।

জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ করতে গিয়ে ময়দান এলাকায় কয়েকশো গাছ কাটা হয়। এই অভিযোগ তুলে হাইকোর্টে জন স্বার্থ মামলা দায়ের করে এক সংস্থ। হাইকোর্ট কোনও রকম হস্তক্ষেপ না করলে মামলা যায় সুম্প্রিম কোর্টে। সেখানেই জোকা-বিবাদী বাগ মেট্রো মামলার শুনানি হল।

Latest Videos

বুধবার শুনানিতে সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা বলেন, মামলাকারী বলেছেন, মেট্রো প্রকল্পের জন্য ৮২৭টি গাছ কাটা হয়েছে। কিন্তু, বাস্তবে কোনও গাছ পুরোপপরি কেটে ফেলা হয়নি। অন্যত্র প্রতিস্থাপনের জন্য উপড়ে ফেলা হয়েছে। ৯৪টি গাছ অন্য জায়গায় লাগানো হয়েছে। সলিসিটর জেনারেল বলেন, মেট্রো কাজের জন্য নতুন করে আর গাছ কাটার প্রয়োজন নেই। কারণ ওই জায়গায় সুড়ঙ্গের মধ্যে দিয়ে মেট্রো যাবে।

সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা নতুন করে গাছ না কাটার কথা বলেন। তবে, সেই যুক্তি মানতে চাননি এই মামলাকারী সংস্থা। তাঁর আইনজীবী বলেন, ওই জায়গায় স্টেশন তৈরির কথা ছিল। নতুন করে গাছ কাটা হতে পারে। তা ছাড়া গাছ অন্যত্র লাগালে বাঁচে না। কারণ পরিচর্যার অভাব। তাঁরা বলেন, প্রতিস্থাপনের ফলে অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে। সে যাই হোক, এবার শর্ত মেনে শুরু হবে মেট্রোর কাজ। এবার গাছ কাটতে বা প্রতিস্থাপন করতে অনুমতি লাগবে। 

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু