- Home
- World News
- International News
- সাত সকালে সেনাঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক, ফের সঙ্ঘাতে থাইল্যান্ড-কাম্বোডিয়া
সাত সকালে সেনাঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক, ফের সঙ্ঘাতে থাইল্যান্ড-কাম্বোডিয়া
Thailand Cambodia Clash News: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেও কাজ হলো না। ফের উত্তপ্ত থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত। রণক্ষেত্র এলাকা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

উত্তপ্ত থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতে কোনও কাজ হলো না। মাত্র পাঁচমাসের মধ্যে ফের নতুন করে উত্তপ্ত থাইলান্ড ও কাম্বোডিয়া। সোমবার কাম্বোডিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালালো থাইল্যান্ড। এই বিষয়ে থাই সেনার তরফে দাবি করা হয়েছে যে, সোমবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ করেছে কম্বোডিয়া। তার জেরে এক সৈনিকের মৃত্যু হয়েছে। তার পালটা দিতেই আকাশ পথে হামলা থাই সেনার।
বাড়ছে ক্রমশ দুই দেশের সঙ্ঘাত
জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়ে থাইল্যান্ড বনাম কাম্বোডিয়া। মার্কিন হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বছর শেষের আগে মাত্র পাঁচ মাসের মধ্যে নতুন করে ফের সঙ্ঘাতে জড়ালো দুই দেশ।
থাইল্যান্ড-কাম্বোডিয়া সঙ্ঘাত
সূত্রের খবর, চলতি বছরের জুলাই মাসে একটানা পাঁচদিন ধরে যুদ্ধ চলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে। অন্তত ৪০ জনের মৃত্যু হয় দু-পক্ষের। তিনদিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কাম্বোডিয়া। যদিও সে প্রস্তাব মানেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় দুইপক্ষ।
যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের দাবি
এদিকে থাইল্যান্ড-কাম্বোডিয়া সঙ্ঘাত থামানো নিয়ে আমেরিকার হাত রয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্প আরও দাবি করে জানান যে, তার হস্তক্ষেপে চলতি বছরের অক্টোবর মাসে দুই পক্ষ শান্তি চুক্তিতে সম্মত হয়।
অগ্নিগর্ভ পরিস্থিতি সীমান্তের
এদিকে সোমবার সকাল থেকে দুই দেশের লাগাতার হামলায় পরিস্থি ফের চরমে ওঠে। থাই সরকারের দাবি, সেনাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালিয়েছে কাম্বোডিয়া। এই ঘটনায় এক সেনার মৃত্যু হলে পাল্টা প্রত্যাঘাত আনে থাইল্যান্ড।

