
ভোট আসছে!আর তার আগেই ভুয়ো ভোটার (fake voters) নিয়ে হইচই শুরু হয়ে গেছে। এবার বিজেপি ( BJP) ভুয়ো ভোটার বাছতে রাজ্যে অবিলম্বে এনআরসি (NRC) চালু করার দাবি জানাল। রবিবার ভবানীপুরে দলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েই সরাসরি এনআরসি চালু করার দাবিতে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্য়ায় নগরিক সংশোধনী আইনের তীব্র বিরোধী। এই রাজ্যে এনআরসি চালু করতেও নারাদ তিনি।
রবিবার ২৩ ফেব্রুয়ারি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল। আর সেই অনুষ্ঠান থেকেই এনআরসি-র দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সমস্ত দল মিলে এনআরসি-র দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই ভোটার লিস্টে নাম উঠবে। আধার কার্ড থাকবে। এটাই করুন না…। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, মহারাষ্ট্র শুরু করেছে। অন্য রাজ্যও করছে। বিজেপি শাসিত রাজ্যগুলি এই কাজ শুরু করেছে। আমাদের বাংলা বর্ডারিং স্টেট। আমাদের পাশেই বাংলাদেশ-নেপাল-ভূটান। আমরা এনআরসি করে কে ভারতীয় নাগরিক আর কে নয় তা চিহ্নিত করে দিই।' শুভেন্দু অধিকারী আরও বলেন, 'আমাদের প্রশ্ন শাদ রাডি ভোট দিল কীভবে? এই রাজ্যে বেআইনি ভোটার আছে, রোহিঙ্গা আছে। এখানে নির্বাচন কমিশনের কোনও রোল নেই।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কিছু জেলায় ভোটার তালিকা যাচাই শুরু করেছিল প্রশাসন। বেশ কিছু জেলায় ইতিমধ্যেই ভুতুড়ে ভোটারের তালিকা ধরা পড়েছে বলেও অভিযোগ জমা পড়তে শুরু করেছে। কয়েক দিন আগেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকা স্ক্রুটিনি করা হয়। দেখা যায় পঞ্চায়েত এলাকায় ভোটারের সংখ্যা ছিল ১৮-১৯ হাজার। কিন্তু হঠাৎ করেই তা বেড়ে ২২ হাজার ৪৪০ টাকা হয়ে গেল। এক বছরের কম সময় এত ভোটার বাড়ল কী করে- তাই নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশে একাধিক নাগরিক এই দেশ থেকে ধরা পড়েছে। যাদের হাতেও রয়েছে ভোটার কার্ড, আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।