বিএলও-দের কাছ থেকে ওটিপি নিচ্ছেন জেলাশাসকরা, কমিশনে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

Published : Nov 23, 2025, 08:06 AM IST

Suvendu Adhikari On SIR: এসআইআর ইস্যুতে এবার নির্বাচন কমিশনের দফতরে নালিশ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
এসআইআর নিয়ে নালিশ শুভেন্দু অধিকারীর

এসআইআর-এর কাজকর্ম ইস্যুতে তিন জেলা শাসকের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দুর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তৎপর নির্বাচন কমিশন। এমনকি জেলা শাসকরাও যে এবার থেকে কমিশনের স্ক্যানারে রয়েছে সে কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 

25
কী অভিযোগ করেছেন শুভেন্দু?

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারীতে সংকল্প সভা ছিলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানির নাম করেন তিনি। তিনি বেআইনি কাজ করছেন বলে অভিযোগ শানান বিরোধী দলনেতা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে, ‘’আমি হুগলি আর পূর্ব বর্ধমানের জেলা শাসকদের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছি।'' 

35
বিলএলও-দের বিরুদ্ধে কমিশনে নালিশ

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে শুভেন্দু আরও নালিশ করে বলেন যে, ‘’বিএলও-রা জেলাশাসকদের সরাসরি ওটিপি দিয়েছে। যেটা কোনও ভাবেই তারা পারেন না।'' একইসঙ্গে তিনি আরও অভিযোগ করে বলেন, ‘’আয়ের উৎস না জেনে বিধায়ক খোকন দাসের পাঁচ টাকার খাবার প্রকল্পের উদ্বোধন করতে কীভাবে যান?'' যা নিয়েও তিনি কমিশনে নালিশ জানিয়েছেন। 

45
নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ

শুধু তাই নয়, রাজ্যজুড়ে বিএলও-দের এই দুর্দশার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দায়ি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে- ‘’বিএলও-দের যে অসুবিধা হচ্ছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব মানেনি।'' প্রসঙ্গত, ফর্ম ডিটাইজেশনের ব্যাপারটিতে বিএলও-রা একাংশ বিক্ষোভ দেখিয়েছেন। 

55
কী অভিযোগ বিএলও-দের?

এই বিষয়ে রাজ্যের একাধিক ক্ষেত্রে যে ছবি ধরা পড়েছে তাতে তাঁদের অভিযোগ, একটা ফর্ম ডিটাইজেশনের ক্ষেত্রে অনেক সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে এত ফর্ম অল্প সময়ে কীভাবে তারা করবেন? ডেটা এন্ট্রির অপারেটরা এবং বাংলা সহায়তার কর্মীদের নিয়ে দল গড়ার কথা এবং তাদেরই সাহায্য করার কথা। তবে সেই ক্ষেত্রেও গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠছে। 

Read more Photos on
click me!

Recommended Stories