রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি, ব্যস্ত সময়ে ফের ব্যাহত হল পরিষেবা

ফের একবার মেট্রো বিভ্রাট। ব্যস্ত সময়ে আবারও বিপত্তি কলকাতা মেট্রোয় (Kolkata Metro)।

Subhankar Das | Published : Sep 24, 2024 5:34 PM IST

ফের একবার মেট্রো বিভ্রাট। ব্যস্ত সময়ে আবারও বিপত্তি কলকাতা মেট্রোয় (Kolkata Metro)।

যান্ত্রিক গোলযোগের কারণে, রবীন্দ্র সরোবর (Rabindra Sarabor) স্টেশনে দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো রেক। তার ফলে, আপ লাইনে ব্যাহত হয় পরিষেবা। স্বভাবতই, দুর্ভোগ পৌঁছয় চরমে। মেট্রো গোলযোগের কারণে, সমস্যায় পড়েন বহু যাত্রী। প্রায় আধ ঘণ্টা ব্যাহত থাকার পর, ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

Latest Videos

মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫.৫৫ মিনিট নাগাদ, দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন রবীন্দ্র সরোবর স্টেশনে প্রবেশ করার সময়ে সেটিতে কিছু সমস্যা দেখা দেয়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও সেই সমস্যা না মেটায়, ওই মেট্রো রেকটিকে আর চালানো সম্ভব হয়নি।

শেষপর্যন্ত, সন্ধ্যা ৬টা ১৬ মিনিট নাগাদ ওই রেকটি খালি করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে, লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ভিড় বাড়তে থাকে প্রত্যেক স্টেশনে। অনেকেই মেট্রো ধরতে স্টেশনে এসে বুঝতেই পারছিলেন না যে, ঠিক কী ঘটেছে।

এরপর মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বিভ্রাটের খবর ঘোযণা করে জানানো হয়। এদিকে খবর পেয়েই রবীন্দ্র সরোবর স্টেশনে পৌঁছে যান মেট্রোর ইঞ্জিনিয়াররা। যান্ত্রিক গোলযোগ মেরামতির পর খালি রেকটিকে নোয়াপাড়ায় মেট্রোর কারশেডে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তারা।

প্রায় ২০-২৫ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলেই জানায় মেট্রো কর্তৃপক্ষ। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আবার মেট্রো চলাচল শুরু হলেও, গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লেগে যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদের ইজ্জতের দাম হতে পারে না’ বিস্ফোরক সুকান্ত | Sukanta Majumdar
নওশাদ সিদ্দিকির নেতৃত্বে চলল তীব্র প্রতিবাদ! বিচারের দাবিতে সরব ISF কর্মীরা | RG Kar Protest
ওনার দাঁত কেলানো ছবি দেখুন! ঘাটাল মাস্টারপ্ল্যান মমতা করতে দেয়নি : Suvendu Adhikari | Ghatal Flood
সাদা চুল কালো! বেরিয়েই ধরলেন মেয়ের হাত, 'বাঘ' ফিরছে বীরভূমে | Anubrata Mondal Release | Birbhum
তিহার জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল | Anubrata Mandal #shorts #anubratamandal #tiharjail