এক ধাক্কায় বাড়ল ৩ ডিগ্রি! সরস্বতী পুজোর আগেই ঘামছেন মানুষ! আজ কেমন থাকবে আবহাওয়া?

Published : Jan 31, 2025, 06:42 AM ISTUpdated : Jan 31, 2025, 07:10 AM IST

বেলা বাড়ার সাথে সাথে গায়ে রাখা যাচ্ছে না গরম জামা। জানুয়ারির শেষেও দেখা নেই শীতের। গোটা জানুয়ারি মাস কেমন যেন লুকোচুরি খেলে গেল শীত। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।

PREV
110

সরস্বতী পুজোর আগেই আলমারি বন্দি হয়েছে সোয়েটার, মাফলার, টুপি।

210

ভরা মাঘে শীতের আমেজ একদমই নেই বললেই চলে। বরং দিনের পর দিন তাপমাত্রা যেন বাড়ছে।

310

শুক্রবারও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে শীত যেন এবার চোখেই দেখল না শীত প্রেমীরা।

410

এদিকে আবার বঙ্গের দুই জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

510

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতের এই আচমকা ইউ টার্ন নেওয়ার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা।

610

সেই কারণেই দিন এবং রাতের তাপমাত্রার পারদ বাড়ছে। জানা যাচ্ছে সপ্তাহান্তে নাকি তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

710

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। শুষ্ক আবহাওয়া বিরাজ করছে জেলায় জেলায়। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

810

উত্তুরে হাওয়ার দাপট একদমই নেই। বাইরে বেরোলে হালকা পুবালি হাওয়া বইবে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে একাধিক জেলায় আগামী কয়েকদিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে।

910

তবে বেলা বাড়লেই পরিষ্কার হবে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আজ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রিপ আশপাশে। আকাশ থাকবে মেঘলা।

1010

মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে রাতে তুষারপাতও হতে পারে। এছাড়াও আগামী ৩ দিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

click me!

Recommended Stories