মার্চ থেকে বাদ যাবে হাজার হাজার অ্যাকাউন্ট, আজই এই কাজ করান, না-হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার

Published : Jan 30, 2025, 07:35 AM IST

মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু সরকারি প্রকল্পের হাজার হাজার অ্যাকাউন্ট। সিঙ্গেল অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং KYC থাকা আবশ্যক। ২৫ থেকে ৬০ বছর বয়সীরা ভাতা পাবেন।

PREV
110

ফের খাবার খবর রাজ্যবাসীর জন্য। মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট।

210

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান সমাজসেবা মূলক প্রকল্প চালু করেছেন। এই সকল প্রকল্পে উপকৃত হচ্ছেন রাজ্যবাসী।

310

পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য প্রকল্প নিয়ে এসেছেন মমতা সরকার। প্রতি মাসে এর দরুন ১০০০ থেকে ১৫০০ টাকা করে পেয়ে থাকেন সকলে।

410

এই সকল প্রকল্পের তালিকায় আছে বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার।

510

মাসে মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

610

এবার মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট। প্রকাশ্যে এসেছে কয়টি নির্দেশিকা। যা না মানলে বন্ধ হবে অ্যাকাউন্ট।

710

এই ভাতা পেতে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। তা না হলে আর ভাতা ঢুকবে না।

810

সেই অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক করা না থাকে কিংবা KYC জমা দেওয়া না থাকে তাহলে আর মিলবে না ভাতা।

910

তেমনই আপনার বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে হলে তবেই পাবেন ভাতা।

1010

তাই আধার লিঙ্ক করা না থাকলে দ্রুত সে কাজ করান। না হলে পরে পড়বেন বিপদে।

click me!

Recommended Stories