
পরকীয়া সম্পর্কের জেরে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার সকালে এক মহিলাকে হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে অন্য এক মহিলার বিরুদ্ধে। জখম মহিলার নাম প্রিয়াঙ্কা মজুমদার। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভেতরে। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে জখম মহিলার অবস্থা স্থিতিশীল রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আক্রান্ত ওই গৃহবধূ।
ঘটনার সূত্রপাত একটি বিবাহ-বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে। প্রিয়াঙ্কা মজুমদারের অভিযোগ, তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সোমবার প্রিয়াঙ্কা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন। সেখানে তিনি তাঁর স্বামী এবং তাঁর প্রেমিকা দু'জনকেই দেখতে পান। প্রিয়াঙ্কা তাঁদের সঙ্গে কথা বলতে গেলে, তাঁরা এড়িয়ে যান। এরপর প্রিয়াঙ্কা তাঁর স্বামীর প্রেমিকার সঙ্গে আলাদা করে কথা বলার চেষ্টা করেন। সেই সময় ওই মহিলা তাঁর ব্যাগ থেকে হাতুড়ি বের করে প্রিয়াঙ্কার মাথায় আঘাত করেন। আঘাত এতটাই গুরুতর ছিল যে, প্রিয়াঙ্কার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে।
ঘটনার আকস্মিকতায় উপস্থিত লোকজন হতবাক হয়ে যান। তাঁরা দ্রুত প্রিয়াঙ্কাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। তাঁর মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁর স্বামীও এই ঘটনায় জড়িত। তিনি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, স্বামী পেশায় একজন মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ । কাজের জন্যই তিনি সোমবার সকালে কলকাতা মেডিক্যালে এসেছিলেন। তাঁর পিছু পিছু সেখানে আসেন তিনিও। অভিযোগ, যে মহিলা তাঁর ওপর হামলা করেছে সে নিজেও বিবাহিতা এবং তারও সন্তান রয়েছে। হাসপাতালের পুলিশকর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সাত বছরের বিবাহিত জীবনে এই ধরনের ঘটনা ঘটায় প্রিয়াঙ্কা ভীষণ ভাবে ভেঙে পড়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।