'মানুষ মরে গেলে ঘুম ভাঙবে'? কোন মামলায় এভাবে পুরসভাকে ভর্ৎসনা হাইকোর্টের

Published : Feb 20, 2025, 04:02 PM IST
Kolkata High Court

সংক্ষিপ্ত

আদালত সূত্রের খবর, বেআইনিভাবে একটি বাড়ি নির্মীত হয়েছে বেনিয়াপুকুর থানার ঠিক উল্টোদিকে সরু গলির মধ্যে। মামলাকারীর বক্তব্য, সরু গলি তার মধ্যে এভাবে বহুতল গড়ে তোলা হল বেআইনি কাজ। কোন অঘটন ঘটলে সেখানে উদ্ধারকার্য একপ্রকার অসম্ভব হয়ে উঠবে।

মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? বেআইনি নির্মাণ মামলায় কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়ল পৌরসভা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বেআইনি বাড়ি ভাঙা নিয়ে একটি মামলা ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। আর সেই মামলাতেই বিচারপতি বলেন, ‘মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে?’ এ ব্যাপারে পুরসভাকে আগামী সপ্তাহের মধ্যেই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন রিপোর্ট পেশ করার ।

আদালত সূত্রের খবর, বেআইনিভাবে একটি বাড়ি নির্মীত হয়েছে বেনিয়াপুকুর থানার ঠিক উল্টোদিকে সরু গলির মধ্যে। মামলাকারীর বক্তব্য, সরু গলি তার মধ্যে এভাবে বহুতল গড়ে তোলা হল বেআইনি কাজ। কোন অঘটন ঘটলে সেখানে উদ্ধারকার্য একপ্রকার অসম্ভব হয়ে উঠবে। অভিযোগ জানানোর পরেও পুরসভা কিছু করেনি বলে অভিযোগ। পৌরসভার কাছে জবাব তলব করা হলে হাইকোর্ট অত্যন্ত অসন্তুষ্ট হয় পৌরসভার উত্তরে।

অভিযোগ, পুরসভার তরফে বলা হয়েছিল, 'কাজ যেমন চলছে চলুক, পরে দেখে নেওয়া হবে।' সমস্যার সুরাহা না হওয়ায় মামলাকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় প্রধান বিচারপতি এক্ষেত্রে বলেন, মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? পৌরসভাকে প্রধান বিচারপতি বলেন, ভাঙার বদলে বলছেন যেমন কাজ চলছে চলুক পরে দেখব? এটা সঠিক জবাব নয় আপনাদের তরফে। এখন দেখার, হাইকোর্টের ভৎর্সনার পর পুরসভা কী রিপোর্ট জমা দেয়।

নতুন বছরের শুরুতেই কলকাতার বিভিন্ন প্রান্তে বাড়ি হেলে পড়ার ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। নানা বিতর্ক সামনে আসে । একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে । জুড়তে থাকে প্রশাসনের উদাসীনতার অভিযোগ। বাড়ি হেলে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় শহর থেকে শহরতলি। এই আবহে এবার আইনকে অবহেলা করে শহরের বুকে বেআইনিভাবে বহুতল গড়ে তোলার অভিযোগ সামনে আসে। এ ব্যাপারে মামলাকারী পুরসভা এবং পুলিশকে জানিয়েও সমস্যার সুরাহা না পাওয়ায় মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ওই মামলাতেই কলকাতা হাইকোর্ট পুরসভাকে তীব্র ভর্ৎসনা করল ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি