সেপ্টেম্বরে কোনও ছুটি নেই? সরকারি কর্মীদের চমকে তালিকা প্রকাশ করল নবান্ন! হলিডে লিস্ট আসতেই মাথায় বাজ

অগস্ট মাসে বেশ কিছুদিন ছুটি (Government Holiday) পেয়েছেন সরকারি কর্মচারীরা (Government Employees)। টানা ছুটির সুযোগও মিলেছে। তবে সেপ্টেম্বর নিয়ে খারাপ খবর রয়েছে সরকারি কর্মীদের জন্য।

বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। বর্তমানে সেই আনন্দেই মেতে আছে সকলে। তবে সেপ্টেম্বরের হলিডে লিস্ট আসতেই বাড়ল চিন্তা। চলতি মাসে কতদিন বন্ধ থাকছে স্কুল-কলেজ (School- College), অফিস-কাছারি? দেখে নিন এই মাসের ছুটির তালিকা।

আজ পয়লা সেপ্টেম্বর। অগস্ট মাসে বেশ কিছুদিন ছুটি (Government Holiday) পেয়েছেন সরকারি কর্মচারীরা (Government Employees)। টানা ছুটির সুযোগও মিলেছে। তবে সেপ্টেম্বর নিয়ে খারাপ খবর রয়েছে সরকারি কর্মীদের জন্য। উল্লেখ্য, অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ সর্বত্রই।

Latest Videos

তবে সেপ্টেম্বর মাসে এত ছুটি নেই। সেপ্টেম্বরে মাসে সরকারি অফিসে একটি মাত্র দিনই ছুটি থাকবে। তবে সরকারি অফিসে কম ছুটি থাকলেও বেশ অনেকগুলোই ছুটি পাবে স্কুল পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর ছুটি থাকবে। এরপর ফতোয়া-দোয়াজ-দাহামে ১৬ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোয় ছুটি মিলবে ১৭ সেপ্টেম্বর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ২৬ সেপ্টেম্বরও মিলবে ছুটি। যদিও অন্যদিনের মতই ৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের। তবে ক্লাস হবে না। যদিও অনেক স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ছুটি থাকে না।

এদিকে, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর জানিয়েছে, এ মাসে ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) সরকারি ছুটি থাকছে। একদিন ছুটি মিললেও সোমবার হলেডে থাকায় একটানা লম্বা ‘উইকেন্ড’ পাবেন সরকারি কর্মচারীরা। শনিবার হাফ ডে, এরপর রবি ও সোম দু’দিন পরপর ছুটি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla