এই পুজোতে আর টয়লেটের সমস্যা থাকবে না! রাতভর পাবেন এই সুবিধা, দারুণ খবর দিল রাজ্য সরকার

এই পুজোতে আর টয়লেটের সমস্যা থাকবে না! রাতভর পাবেন এই সুবিধা, দারুণ খবর দিল রাজ্য সরকার

Anulekha Kar | Published : Sep 24, 2024 9:39 AM IST / Updated: Sep 24 2024, 03:10 PM IST

18
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আবার শহর জুড়ে শুরু হইচই ভিড় ভাট্টা। 

28
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

তবে এই বছর দুর্গাপুজোর আগে বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঠাকুর দেখতে গিয়ে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

38
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

এই বছর দুর্গাপুজোয় বেআইনি পার্কিং রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে পুরসভা। প্রতিবছর পার্কিংয়ের জন্য চড়ম হেনস্থার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এই বছর সেই সমস্যারই কড়া ব্যবস্থা নিয়েছে পুরসভা।

48
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

তার পাশাপাশি আরও একটা বড় সমস্যা মেটানো হয়েছে। প্রতি বছরই রাত জেগে ঠাকুর দেখতে গেলে টয়লেটের জন্য সমস্যায় পড়তে হয়। তবে এই বছর আর তা হবে না।

58
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

এই বছর পুজোয় ২৪ ঘণ্টা খোলা থাকবে শহরের সমস্ত সুলভ শৌচালয়। প্রাক পুজো প্রস্তুতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

68
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

এই বৈঠকে ছিলেন পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা। এই বৈঠকের নেতৃত্ব দেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

78
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

এ ছাড়াও মহালয়ার দিন থেকে রাত তিনটে থেকে পানীয় জল পাওয়া যাবে সমস্ত পুরসভার কলে। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

88
এ পুজোতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সুলভ শৌচালয়!

আগামী ৫ অক্টোবর থেকে ১২ অক্টোবর দশমী পর্যন্ত সমস্ত সুলভ শৌচালয় খোলা থাকবে। এর পাশাপাশি শহর জুড়ে থাকবে ৪০০ বায়ো টয়লেটের ব্যবস্থা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos