বাতিল হয়ে যাবে এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট, ডিসেম্বর থেকেই মানতে হবে নয়া নিয়ম

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এবার মিলল নয়া আপডেট। যেসব মহিলা বিশেষ নিয়ম মেনে চলবেন না, তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে! জেনে নিন নয়া নিয়ম।

Parna Sengupta | Published : Nov 6, 2024 5:15 PM IST / Updated: Nov 06 2024, 10:46 PM IST
110

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের সাহায্য করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakhsmi Vandar) প্রকল্প 2021 সালে চালু করেন।

210

বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

310

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

410

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

510

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

610

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেবলমাত্র এই লক্ষ্মীর ভান্ডার ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে মমতার তৃণমূলকে, এমনটা মত বিরোধীদের একাংশেরও।

710

এমন অনেক দুস্থ পরিবার আছে যেখানে আয়ের কোন উৎস নেই সেইসব পরিবারের মেয়ে, যারা এক কথায় কর্মহীন মহিলা, সরকারি কোন কাজ করে না সেইসব ২৫ থেকে ৬০ বছর বয়সী মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাস্তবায়ন করেছেন।

810

এবার মিলছে নয়া তথ্য। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে ডিসেম্বর মাস থেকে মানতে হবে নয়া নিয়ম

910

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন মহিলাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযোগ করা নেই, তাদের টাকা ঢুকবে না বা ক্যানসেল হয়ে যেতে পারে।

1010

এই নতুন নিয়ম চালু করার মূল লক্ষ্য হলো যাতে এই সরকারি সুবিধার অপব্যবহার না করে কেউ। এই অপব্যবহার রোধ করার লক্ষ্যে সরকার এই নতুন নিয়ম চালু করেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos