Mamata Banerjee News: মমতার বিদেশ সফরের আগে বিশাল বিপদ! বড় দুর্ঘটনা বিমানবন্দরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee News) বিদেশ সফরে বাধা। নির্ধারিত সফরসূচি থেকে দু'দিন পিছিয়ে গেল তৃণমূল সুপ্রিমোর লন্ডন সফর। হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে এই সফরসূচিতে বদল বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, ২২ মার্চ নয়,মুখ্য

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee News) বিদেশ সফরে বাধা। নির্ধারিত সফরসূচি থেকে দু'দিন পিছিয়ে গেল তৃণমূল সুপ্রিমোর লন্ডন সফর। হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে এই সফরসূচিতে বদল বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, ২২ মার্চ নয়, মুখ্যমন্ত্রী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন ২৪ মার্চ। তবে পরবর্তী সফরসূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর।

সূত্রের খবর, ২২ মার্চ সকালে রওনা দেওয়ার কথা ছিলো মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। দুবাই (Dubai) হয়ে লন্ডন যাওয়ার কথা ছিলো রাজ্যের সর্বোচ্চ নেত্রীর। কিন্তু তাঁর যাত্রাপথে বাধ সাধল হিথরো বিমান বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা। যার জেরে লন্ডনে বিমান ওঠা-নামায় কিছুটা সমস্যা হওয়ায় আপাতত স্থগিত থাকছে মুখ্যমন্ত্রীর যাত্রা। যারফলে পিছিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের অন্যান্য কর্মসূচি।

Latest Videos

এদিকে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই কমছে তাঁর লন্ডনে থাকার সময়সূচি। জানা গিয়েছে, আগামী ২৫-২৬ ও ২৭ মার্চ লন্ডনে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee London)। রয়েছে বাণিজ্য বৈঠক, লন্ডনের কলেজ-বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ রয়েছে মুখ্যমন্ত্রীকে ভাষণ দেওয়ার জন্য। শুধু তাই নয়, ব্রিটেনের কয়েকজন শিল্পপতিদের সঙ্গেও বাণিজ্য সংক্রান্ত বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত, লন্ডন সফরের আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমার ব্রিটেন সফরের সময়, আমার কিছু ব্যবসায়িক সভা আছে এবং ২৪শে মার্চ ভারতীয় হাই কমিশনে একটি অনুষ্ঠান, ২৬শে মার্চ একটি G2G প্রোগ্রাম এবং ২৭শে অক্সফোর্ডে একটি G2G প্রোগ্রাম রয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তারা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও এসেছিলেন।' তিনি ২৮ মার্চ দেশে ফিরবেন বলেও জানিয়ে ছিলেন। মমতা আরও বলেন, 'ঈদ উৎসব এবং বাসন্তী পূজা আছে, তাই আমাকে ফিরে আসতে হবে। যেকোনও জরুরি পরিস্থিতির জন্য আমি একটি টাস্ক ফোর্স প্রস্তুত করছি। চিকিৎসা, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, আমাদের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake