রাজভবনে সেদিন কী হয়েছিল নির্যাতিতার সঙ্গে? তিন আধিকারিক জানালেন হেয়ারস্ট্রিট থানায়

Published : May 21, 2024, 10:57 PM IST
Raj bhaban

সংক্ষিপ্ত

রাজভবনে শ্লীলতাহানিকাণ্ডে পুলিশের এফআইআর-এ নাম থাকা এসএএস রাজপুত, কুসুম ছেত্রী ও সন্ত লালকে তলব করেছিল হেয়ারস্ট্রিট থেকে। 

শ্লীলতাহানির ঘটনায় রাজভবনের তিন আধিকারিকই ডেকে পাঠিয়েছিল হেয়ারস্ট্রিট থানার পুলিশ তিন জনই পুলিশের কাছে নির্যাতিতার অভিযোগ অস্বীকার করেছেন। তিন জনই পুলিশকে জানিয়েছেন তাঁরা নির্যাতিতেকে আটকাননি। তবে নির্যাতিতার সঙ্গে তাঁরা কথা বলেছেন। তিন অধিকারিকই পুলিশকে জানিয়েছেন, রাজ্যপাল মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সেটা তাদের নির্যাতিতা বলেছিলেন।

এদিন রাজভবনে শ্লীলতাহানিকাণ্ডে পুলিশের এফআইআর-এ নাম থাকা এসএএস রাজপুত, কুসুম ছেত্রী ও সন্ত লালকে তলব করেছিল হেয়ারস্ট্রিট থেকে। মঙ্গলবার তাঁরা নির্ধারিত সময় থানায় হাজিরা দেন। হেয়ারস্ট্রিট থানা সূত্রের খবর , পুলিশকে তারা জানিয়েছে রাজভবনের অস্থায়ী কর্মীকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখেছিল। তারা মহিলার সঙ্গে কথা বলেছিল। কিন্তু মহিলার পথ আটকায়নি। তাঁরা আরও জানিয়েছেন, রাজ্যপালের ব্যবহারে মহিলা মর্মাহত ছিল। পুলিশকে তিন আধিকারিকই জানিয়েছে, ভিতরে কিছু একটা হয়েছে সেটা তারা তখনই অনুমান করেছিল। তারা পুলিশকে জানিয়ে দিয়েছেন, মহিলাকে কারও নির্দেশে আটকানো হয়নি।

হেয়ারস্ট্রিট থানার দ্বারস্থ হন এক মহিলা। তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী হিসেবে দাবি করেছেন। সেখানে গিয়ে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ তোলপাড় হয়েছে রাজ্যরাজনীতি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানিরর অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। তাঁর রাজভবনে রাত্রিবাস করার কথা। তারমধ্যেই এক মহিলা অভিযোগ করেছেন যে তিনি যখন রাজভবনে রাজ্যপালের কাছে দেখা করতে গিয়েছিলেন তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগকারিনীকে হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি