Weather Update: সোমবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কোথায় কোথায় হবে কালবৈশাখী? দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস

Published : May 19, 2025, 07:09 AM IST

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা।

PREV
110

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া চলবে। এর সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম ও উত্তর ২৪ পরগণা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

210

এছাড়া পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

310

সোমবার সপ্তাহের প্রথম দিনেও ঝড়বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

410

এবছর গরমের মাত্রা যেমন রেকর্ড ভাঙছে তেমনি বঙ্গবাসীকে সাময়িক স্বস্তি দিতে হচ্ছে কালবৈশাখী সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।

510

সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হবে। রোদের তেজ কম থাকবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যদিও দুপুর থেকেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে।

610

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে সোমবার কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে।

710

দুপুর থেকেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

810

কোনও কোনও জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

910

বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার সপ্তাহের প্রথম দিনেও ঝড়বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে।

1010

রিপোর্ট অনুযায়ী ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া চলবে। একইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর ও জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে হওয়ার গতিবেগ ৪০ কিমি পর্যন্ত যেতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories