Metro Railway Kolkata: রবিবার সারাদিন বন্ধ মেট্রো? চলবে রক্ষণাবেক্ষণের কাজ! বেরোনোর আগে অবশ্যই জানুন

Published : May 17, 2025, 10:56 PM ISTUpdated : May 18, 2025, 01:14 AM IST

Metro Railway Kolkata: চলবে রক্ষণাবেক্ষণের কাজ। আর সেই জন্য বন্ধ থাকবে মেট্রো।

PREV
110
বন্ধ থাকবে কলকাতা মেট্রোর পরিষেবা

তবে সপ্তাহের কাজের দিনে নয়, ছুটির দিনে। 

210
সপ্তাহান্তে এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ

রবিবার, আগামী ১৮ মে কলকাতা মেট্রোর একটি লাইনেই শুধুমাত্র পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (kolkata metro sunday opening time)। 

310
মেট্রো রেলের তরফ থেকে ইতিমধ্যেই সেই ঘোষণা করে দেওয়া হয়েছে

ফলে, নির্দিষ্ট ওই লাইনে যে সমস্ত যাত্রীরা যাতায়াত করেন, তারা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। 

410
কোন লাইনে পরিষেবা বন্ধ থাকবে?

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, পরিষেবা বন্ধ রাখা হবে গ্রিন লাইন ২-তে (green line 2)৷ 

510
অর্থাৎ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের যে রুটটি রয়েছে

সেই অংশটিই গ্রিন লাইন-২ হিসেবে চিহ্নিত করা হয় মেট্রোর তরফে (kolkata metro sunday starting time)৷

610
সেই লাইনটিতেই রবিবার, পরিষেবা বন্ধ থাকবে

জানা গেছে, মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো (kolkata metro)৷

710
তবে হাওড়ার দিক থেকে কলকাতায় যে সমস্ত মানুষ আসেন

তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

810
তবে যেহেতু রবিবার, তাই একাধিক অফিস ছুটি থাকে

ফলে, গ্রিন লাইন ২-তে রবিবার, তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা অনেকটাই কম থাকবে (green line metro open on sunday)৷ 

910
সেই কথা মাথায় রেখেই, মেট্রো রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

রবিবার, রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। 

1010
তাই পরিষেবা বন্ধ রাখলেও খুব বেশি প্রভাব পড়বে না বলেই মত মেট্রো রেল কর্তৃপক্ষের

অতএব, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৮ মে রবিবার, গ্রিন লাইন-২ বন্ধ থাকবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories