আদৌ ২৫ শতাংশ বকেয়া DA দিতে পারবে নবান্ন? কী বলছে রাজ্য সরকার? সামনে খোলা দুটো পথ!

Published : May 18, 2025, 09:07 AM IST

সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, কোষাগারের হাল খারাপ রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে কী করতে চলেছে নবান্ন? সামনে খোলা ২টো রাস্তা

PREV
112

২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের GDP-র প্রায় ৩৮ শতাংশে গিয়ে ঠেকতে পারে!

212

ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫% ডিএ দিতে গিয়ে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে।

312

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫% দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে সরকারকে।

412

রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ২৫% ডিএ দিতে রাজ্য সরকারের খবর হবে প্রায় ১০ হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা।

512

এমনিতেই রাজ্যের (West Bengal) অর্থনীতিতে টালমাটাল অবস্থা। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

612

বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যেন আগুনে ঘি ঢালার মতো।

712

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই তাদের বকেয়া ডিএ পাওয়ার দাবি জানিয়ে আসছিল। আর এবার সুপ্রিম কোর্ট তাতে সবুজ সংকেত দিয়েছে।

812

তবে প্রথম দিকে আদালত ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা বললেও রাজ্যের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভির যুক্তির ভিত্তিতে তা ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

912

আর এই সামান্য ২৫ শতাংশ ডিএ যে রাজ্যের কোষাগারে বাড়তি চাপ সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না।

1012

সরকারের সামনে আপাতত দুটি রাস্তা খোলা। প্রথমত, সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা। যদিও এতে সময় ব্যয় হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না।

1112

দ্বিতীয়ত, বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ কমিয়ে সেই অর্থ দিয়ে ডিএ মেটানো। তবে এখানেই হচ্ছে জলঘোলা। কারণ, রাজ্য সরকার ইতোমধ্যেই কেন্দ্রের অর্থ না পেয়ে বহু সামাজিক প্রকল্প নিজের কোষাগার থেকেই দিতে শুরু করেছে। যেমন ১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনা ইত্যাদি।

1212

বিশেষজ্ঞরা মনে করছে, যদি ভবিষ্যতে সম্পূর্ণ ডিএ মেটানোর ঘোষণা আসে, তাহলে সরকারের ঘাড়ে পড়বে প্রায় ৪০ হাজার কোটি টাকার বোঝা। আর এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে তৈরি হচ্ছে জোর জল্পনা।

Read more Photos on
click me!

Recommended Stories