অরিজিৎ সিং-এর কনসার্ট বাতিল নিয়ে 'গেরুয়া' তরজা তুঙ্গে, তৃণমূল-বিজেপি একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত

Published : Dec 30, 2022, 10:23 AM IST
arijit shingh

সংক্ষিপ্ত

অরিজিৎ সিং-এর লকনসার্ট বাতিল নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসেরস মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গেরুয়া গানের জন্যই কনসার্ট বাতিল বলে দাবি বিজেপির। অভিযোগ ওড়াল তৃণমূল। 

জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট বাতিল নিয়ে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বৈরথ শুরু হয়ে গেছে। নিউ টাউনে গায়ক অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল আগামী ১৮ ফেব্রুয়ারি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু তা বাতিল হয়ে যায়। যা নিয়ে বিজেপি নিশানা করছে তৃণমূল কংগ্রেসকে। যদিও বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

বিজেপির অভিযোগ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে অরিজিৎ সিং 'রঙ দে তু মোহে গেরুয়া'গানটি গেয়েছিলেন। এই গানে গেরুয়া শব্দ থাকায়ে মুখ্যমন্ত্রীর রোষে পড়েছিলেন অরিজিৎ সিং। তাতেই তার লাইভ কনসার্ট বাতিল হয়েছে। পাল্টা বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি ওই দিন জি-২০ সভার কারণে অরিজিৎ সিং-এর কনসার্ট বাতিল করা হয়েছে। তৃণমূল আরও বলেছে, 'বিজেপি একাই গেরুয়া রঙের রক্ষক নয়।'

বিরোধী দলনেতা শুবেন্দু অধিকারী টুইট করে বলেছেন, 'পাকিস্তানি গুলাম অলির ক্ষেত্রে সঙ্গীতের কোনও সীমানা নেই, কিন্তু হিন্দুস্তানী অরিজিৎ সিং-এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। ' ২০১৬ সালে শিবসেনার হুমকির কারণে মুম্বইতে বাতিল হয়েছিল গুলাম আলির অনুষ্ঠান। সেই সময় মনতা বন্দ্যোপাধ্যায় গুলাম আলিকে কলকাতায় একটি কনসার্টের জন্য আহ্বান জানিয়েছিলেন। নেতাজি ইন্ডোরে হয়েছিল কনসার্ট।

বিজেপির জতীয় সব-সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেছেন, অরিজিৎ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 'গেরুয়া' গানটি গেয়েছেন আর তার কারণেই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছেন। তাই বাতিল করে দেওয়া হয়েছে তাঁর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান।

যদিও হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপির সমস্ত অস্বীকার করেছেন। বলেছেন ইকো পার্কের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি-২০ বৈঠক রয়েছে। তাতে বিপুল সংখ্যার মানুষের উপস্থিত হওয়া কথা। পুলিশ ও নিরাপত্তার সমস্যার কারণেই ইকো পার্কে সলমন খান ও অরিজিৎ সিং-এর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এটি নিয়ে বেশি আলোচনা না করাই শ্রেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অরিজিৎ সিং-এর কনসার্টের জন্য অন্য কোনও এলাকা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। তিনি আকও বলেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে ১৫ ডিসেম্বর। অথচ তার আগেই অরিজিৎ সিং ও সলমান খানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত ৪ ডিসেম্বর ৩ লক্ষ টাকা অরিজিৎ সিংকে ফেরত দেওয়া হয়েছে। আর সেই কারণে গেরুয়া গানের কোনও প্রসঙ্গে এর সঙ্গে যুক্ত থাকতে পারে না। কুণাল আরও অরিজিৎ সিং বাংলার গর্ব। তাঁকে নিয়ে অযথা রাজনীতি হচ্ছে। সলমন খানের অনুষ্ঠানও ইকো পার্কের বদলে মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে কোনও বিতর্ক হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ

হীরাবেন কোনও দিন স্কুলেই যাননি, তবে জোর দিয়েছিলেন সন্তানদের আত্মনির্ভর আর সুশিক্ষত করতে

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী, মায়ের মৃত্যু সংবাদ টুইট করেন ছেলে

নতুনভাবে সেজে উঠবে নিউ জলপাইগুড়ি স্টেশন, জানুন কী কী সুবিধে থাকবে এখানে

PREV
click me!

Recommended Stories

Today live News: এখনও নির্যাতিতার তরফে কোনও অভিযোগ নেই! আদৌ কি টিঁকবে কর্ণাটকের ডিজিপি রামচন্দ্র রাও মামলা?
রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টের ‘ই’গেটের ভিতরে 'মিট্টি ক্যাফে' উদ্বোধন