মুম্বই হামলার জঙ্গির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়! বাড়ি-অফিসে চলে নজরদারি

রাজারাম কেন কলকাতায় এলেন, কারণের সন্ধানে শুরু হয়েছে তদন্ত। অভিষেকের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনেও এই জঙ্গি রেইকি করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ছক জঙ্গিগোষ্ঠীর! গ্রেফতার হওয়া ব্যক্তি গত কয়েকদিন ধরে অভিষেকের বাড়ি এবং অফিসের সামনে রেইকিও করেন বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার জানিয়েছেন গত ১৮ এপ্রিল কলকাতায় আসে ওই জঙ্গি। দুদিন কলকাতাতেই ছিল। এরপর অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করে সে। তার পরই অভিষেকের বাড়ি ও তার অফিসে রেইকি করে জঙ্গি রাজারাম রেগে। তাকে ভিডিওগ্রাফিও করতে দেখা যায়।

এদিকে, লালবাজারের তরফে জানানো হয়েছে, কিছু মানুষ কিছু পলিটিক্যাল ব্যক্তিত্বদের নামে রেইকি করছিল। প্রাথমিকভাবে রাজারাম রেগের নাম উঠে আসে। মুম্বই অ্যাটাকের সঙ্গে এর অ্যাক্টিভ যোগ রয়েছে। ২৬/১১ হামলার আগে বিস্ফোরণের চক্রী ডেভিড কোলম্যান হেডলি যখন মুম্বই গিয়েছিলেন, তখন রাজারামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। সেই সময় তিনি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন।

Latest Videos

খবর পেয়ে ইতিমধ্যেই মুম্বই থেকে কলকাতা পুলিশের এসটিএফ রাজারাম রেগেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাজারাম কেন কলকাতায় এলেন, কারণের সন্ধানে শুরু হয়েছে তদন্ত। অভিষেকের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনেও এই জঙ্গি রেইকি করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতায় এসে অভিষেক বন্দোপাধ্যায়ের ফোন নম্বর এবং পিএ-র মোবাইল নম্বর নিয়েছিলেন এই জঙ্গি। তার সঙ্গে দেখা করারও চেষ্টা করেন। এই নিয়েই শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News