শাসক দলের নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, কুঁদঘাটে বন্ধ অটো, প্রতিবাদ চালকদের

দুর্গাপুজোর মধ্যেও কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একের পর এক অপ্রীতিকর ঘটনা দেখা যাচ্ছে। শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে।

Soumya Gangully | Published : Oct 13, 2024 8:41 AM IST / Updated: Oct 13 2024, 03:02 PM IST

দুর্গাপুজোর মধ্যেই তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে কুঁদঘাটে অটো রিকশা চালকদের উপর হামলার অভিযোগ উঠল। কলকাতা পুরসভার ১১৬ নম্বর ওয়ার্ডে অটো রিকশা ভাঙচুর করার পাশাপাশি এক অটো রিকশা চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। অটো চালকদের অভিযোগ, শেষ রাতে দলবল নিয়ে এসে তাঁদের উপর হামলা চালান তৃণমূল কংগ্রেস নেতা। অটো রিকশা ভাঙচুর করার পাশাপাশি একাধিক অটো রিকশা উল্টে দেওয়া হয় বলেও অভিযোগ। শাসক দলের যে নেতা এই ঘটনার মূলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অটো রিকশা চালকরা। এই ঘটনাতেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। অটো রিকশা চালকদের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলেও, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়নি পুলিশ। হামলার পর থেকে পুলিশকর্মীদের টহল দিতে দেখা যাচ্ছে না। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর তাঁদের পাশে দাঁড়াননি বলেও দাবি অটো রিকশা চালকদের।

কুঁদঘাটে বন্ধ অটো পরিষেবা

Latest Videos

শেষ রাতে হামলার ঘটনার জেরে রবিবার সকাল থেকে কুঁদঘাটে অটো রিকশা পরিষেবা বন্ধ। পরিস্থিতি সামাল দিতে যান শাসক দলের স্থানীয় নেতা প্রশান্ত সাহা। তিনি অটো রিকশা চালকদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রশান্তর কথায় কান দেননি অটো চালকরা। তাঁরা পরিষেবা চালু করতে রাজি হননি। অটো রিকশা চালকদের দাবি, শাসক দলের যে নেতা তাঁদের উপর হামলা চালিয়েছেন, তাঁকে সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে।

পুজোর মধ্যেই অশান্তি

দক্ষিণ কলকাতার জনবহুল অঞ্চল কুঁদঘাট। দুর্গাপুজোর সময় জনসমাগম বেড়ে যায়। এরই মধ্যে অটো রিকশা চালকদের উপর হামলার ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই 'বেআব্রু' হাসপাতালের নিরাপত্তা, SSKM-এ দুষ্কৃতীরা মাথা ফাটাল রোগীর আত্মীয়র

RG Kar Protest: জুনিয়র ডাক্তার-নবান্নের 'সেতু' হতে চান অপর্ণা সেনরা, চিঠি লিখলেন দুই পক্ষকেই

 

Share this article
click me!

Latest Videos

মহানবমীর কুমারী পুজো সরাসরি, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে | Durga Puja | Bangla News
Durga Puja 2024 Live: মহাঅষ্টমীর পুজো সন্তোষ মিত্র স্কয়ারে, দেখুন সরাসরি
একটানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের | Doctors on Strike | RG Kar Protest |
'সরকার টম এন্ড জেরি খেলছে' বিস্ফোরক মহিলা চিকিৎসক | RG Kar Doctors Hunger Strike News | Bangla News
'পশ্চিমবঙ্গকে কী বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে?' গার্ডেনরিচের ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী