Calcutta High Court: আদালত অবমাননা মামলায় স্বস্তিতে কুণাল ঘোষ, কল্যাণের 'এক্তিয়ার' প্রশ্নে বড় নির্দেশ হাইকোর্টের

Published : Jun 23, 2025, 04:38 PM IST

Cal HC On Kunal Ghosh: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ। আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষের নিয়মিত ব্যক্তিগত হাজিরা রদ করল কলকাতা হাইকোর্ট। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
18
আদালতে স্বস্তিতে কুণাল

আদালত অবমাননা মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  জানা গিয়েছে, তৃণমূল নেতার নিয়মিত ব্যক্তিগত হাজিরা আপাতত রদ করল কলকাতা হাইকোর্ট। বিশেষ বেঞ্চের রুল জারি করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষের আইনজীবী। আগামী ৩০ জুন সোমবার মামলার পরবর্তী শুনানি। 

28
কুণালের নামে হলফনামা পেশ

আদালত সূত্রে খবর, সোমবার কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চে কুণাল ঘোষের আদালত অবমাননার মামলার শুনানি ছিল। এদিনের মামলার শুনানিতে কুণালের নামে হলফনামা পেশ করা হয়। তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

38
আদালত অবমাননার রুল জারি নিয়ে প্রশ্ন

এদিন কুণাল ঘোষের হয়ে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করে জানান যে, আদালত অবমাননার রুল জারি করার এক্তিয়ার এই বেঞ্চের নেই। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণযোগ্য নয়। 

48
কুণালের হয়ে লড়াই কল্যাণের

এদিন আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করে বলেন, ‘’এই বিশেষ বেঞ্চ গঠন করার প্রধান বিচারপতির নির্দেশ আমরা হাতে পাইনি। যদি আমি কোনও ভুল করে থাকি তাহলে নিঃশর্ত ক্ষমা চাইছি। প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করার যে নির্দেশ দিয়েছিলেন, তা প্রশাসনিক নির্দেশ ছিল। সেখানে তিনি অবমাননার মামলা শুরু করার কোনও প্রক্রিয়ার কথা বলেননি। প্রধান বিচারপতি কোনও রুল জারি করেননি। প্রধান বিচারপতি রুল জারি না করলে এই বেঞ্চের রুল জারি করার এক্তিয়ার নেই।'' 

58
কবে মামলার পরবর্তী শুনানি

এদিকে সব পক্ষের দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত কুণাল ঘোষকে নিয়মিত সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেয়। যারফলে মামলার পরবর্তী শুনানি থেকে তাঁকে আর আদালতে উপস্থিত থাকতে হবে না। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখনই তাঁকে ডাকা হবে বলে জানিয়ে দেয় আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

68
কুণাল ঘোষের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছিল?

জানা গিয়েছে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য এবং ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ আপার প্রাইমারির SLST-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কুণাল ঘোষ-সহ আরও ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। সেই মামলার শুনানিতেই এদিন কুণাল ঘোষকে রোজ হাজিরা দেওয়া থেকে অব্যহতি দেয় আদালত। 

78
কুণাল ঘোষকে নোটিস

এছাড়াও ওই সাতজনকে নোটিস পাঠানো হয়। কেন তাঁকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় ওই নোটিসে। গত সোমবার দুপুর ১২: ৩০ এ কুণাল ঘোষকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেইমতো তিনি উপস্থিত হন বলে জানা গিয়েছে। 

88
আদালতের নির্দেশ

আরও জানা গিয়েছে, গত ১৯ মে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগেই আদালতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। ফৌজদারি আদালত অবমাননা হয়েছে বলে উত্তর চায় আদালত। সেই উত্তর অভিযুক্তরা কেউ না দেওয়ায় প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। নোটিস পাঠানো হয়। কেন তাঁকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় ওই নোটিসে। কুণাল ঘোষকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পাশাপাশি এও বলা হয়, আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না। এদিন সেই মামলা থেকে অব্যহতি দেওয়া হয় তৃণমূল নেতাকে। 

Read more Photos on
click me!

Recommended Stories