ন্যায় বিচারের দাবিতে অনশনরত জুনিয়র ডাক্তারদের একাধিক জন অসুস্থ হয়ে পড়েছেন। এই প্রেক্ষিতে এক তৃণমূল নেতা তাদের 'পাঁড় মাতাল' বলে আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। গত ৯ই অগস্ট এক তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই এই আন্দোলন চলছে।
চলছে আমরণ অনশন। ন্যায় বিচারের দাবিতে অনশন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমার ন্যায় বিচার থেকে শুরু করে দশ দফা দাবি নিয়ে চলছে অনশন।
210
এরই মাঝে বারে বারে খবরে আসছে একাধিক অনশনকারীর অসুস্থতার খবর। শেষ পুলস্ত্য আচার্যকে হাসপাতালে ভর্তির খবর মিলেছে।
310
এর আগেও ড. অনিকেত মাহাত, ড. অনুষ্টুপ মুখোপাধ্যায় ও ড. আলোক বর্মার অসুস্থতার খবর এসেছে সামনে। ন্যায় বিচারের জন্য শুধু লড়াই করে চলেছেন তাঁরা।
410
এবার জুনিয়র ডাক্তারদের এই লড়াইকে বিশেষ ভাবে ব্যাখ্যা করলেন এক তৃণমূল নেতা। যা প্রকাশ্যে আসেই ক্ষোভ সর্বত্র।
510
তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস গত রাতে একটি বিশেষ পোস্ট করেন। তিনি অনশনকারী জুনিয়র ডাক্তারদের পাঁড় মাতাল বলে আখ্যা দিলেন।
610
সোশ্যাল মিডিয়ায় লেখেন, এতদিন এত লোকে অনশন করেছে কারুর রক্ত বমি, কালো পায়খানা হয়নি অনশন করতে গিয়ে। কিন্তু, ৬-৭দিন অনশন করেই জুনিয়র ডাক্তারদের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কেন?
710
তাও আবার শুধু ছেলেদেরই হচ্ছে, মেয়েদের হচ্ছে না কেন? আর একসাথে কেন হচ্ছে ? পূর্ব থেকেই গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা কী থেকে হতে পারে?
810
যদি ভীষণ ভাবে অ্যালকোহলিক হয় বা অত্যাধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবকটি পাঁড় মাতাল একসঙ্গে বসে আমরণ অনশন করছে।
910
গত ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয় এক তরুণি চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে বলে অভিযোগ। সেই থেকে চলছে আনন্দোলন।
1010
দশ দফা দাবি নিয়ে আমরণ অনষন করছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিদিনই নতুন নতুন কর্মসূচতি গ্রহণ করছেন তারা।