মা ফ্লাইওভারে মরণফাঁদ! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা সপ্তর্ষি ও সোহিনী

Published : Apr 26, 2023, 11:13 PM IST
 saptarishi moulik and sohini sengupta

সংক্ষিপ্ত

তিনি জানান, অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে তাঁদের। দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য কোনও রকমে তাঁরা রক্ষা পেয়েছেন সম্পূর্ণ তাঁদের গাড়িচালকের দক্ষতার দৌলতে।

ফের দুর্ঘটনার ঘটনা ঘটল মা উড়ালপুলে। ভয়াবহ দুর্ঘটনার কান ঘেঁষে বাঁচলেন টলিপাড়ার অভিনেতা দম্পতি। বুধবার সন্ধেয় মা উড়ালপুলে পথ দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা, তথা থিয়েটার নির্দেশক সপ্তর্ষি মৌলিক। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, তথা আর এক প্রথিতযশা নাট্যশিল্পী সোহিনী সেনগুপ্তও। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা দম্পতি। নিজের সোশ্যাল মিডিয়া আ্যাকাউন্টে নিজেই আজ দুর্ঘটনার কথা জানান সপ্তর্ষি। তিনি জানান, অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে তাঁদের। দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য কোনও রকমে তাঁরা রক্ষা পেয়েছেন সম্পূর্ণ তাঁদের গাড়িচালকের দক্ষতার দৌলতে। না হলে আজ উড়ালপুল থেকে তাঁদের গাড়ি উল্টে একেবারে নীচে পড়ে গিয়েও প্রাণ চলে যেতে পারত, বা অন্য একটি বাইককে ধাক্কা মেরে অন্য চালকের প্রাণ সংশয় তৈরি করার সম্ভাবনাও তৈরি হতে পারত।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই দুর্ঘটনার কথা জানান সপ্তর্ষি। তিনি বলেন, “আমরা যখল মা উড়ালপুল দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা গাড়ি ভুল দিক থেকে ভীষণ গতিতে এসে আমাদের ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক করে যাওয়ার সময়ই ওই গাড়িটা আমাদের গাড়িকে ধাক্কা মেরে চলে যায়। ওই গাড়িটা আমাদের ডান দিক থেকে এসে ধাক্কা মারে।”

ধাক্কা মারা গাড়ির চালকের সম্পর্কে অভিনেতার বক্তব্য, “ওই গাড়িচালকের মনে কোনও আক্ষেপ তো নেইই, বরং তিনি বলছেন, তাঁর কোনও দোষই নেই। এমনকি আমার ধারণা, তিনি মত্ত অবস্থায় ছিলেন। তাঁর মুখ থেকে গন্ধ বেরোচ্ছিল। একেবারেই সংলগ্ন কথা বার্তা বলছিলেন না। আর এতটাই ঔদ্ধত্য যে, সামান্য ক্ষমা চাওয়ার মানসিকতা নেই।”

 

 

 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর