রেষারেষিতে প্রাণ গেল স্কুল পড়ুয়ার! দুই ঘাতক বাসের মালিক এক এবং ১২৬টি কেস! সর্ষের মধ্যেই ভূত?

Published : Nov 19, 2024, 06:13 PM IST
PRIVATE BUS

সংক্ষিপ্ত

সল্টলেকে রেষারেষির জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত শুরু করে দেয় পরিবহণ দফতর। সেই তদন্তে উঠে আসে যে, ওই দুটি বাসের বিরুদ্ধে মোট ১২৬টি মামলা রয়েছে। এই পরিসংখ্যান হাতে পাওয়ার পর রীতিমতো আত্মসমালোচনা শুরু হয়ে গেছে পরিবহণ কর্তাদের মধ্যে। তাই এবার থেকে কড়া হাতে বিষয়গুলি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর মায়ের স্কুটারে চেপে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সল্টলেক ২ নম্বর গেটে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়। মৃতের বাবা বিধাননগর উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করে জানান, ২১৫ এ/১ রুটের দুটি বাসের রেষারেষি চলছিল। সেই রেষারেষির জেরেই একটি বাস ধাক্কা দেয় স্কুটারে। তাতেই তার পুত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগ পেয়েই ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। সেইসঙ্গে, দুটি বাসের চালককেও গ্রেফতার করা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুটি বাসের মালিক আসলে একজনই। আটক করা প্রথম বাসের বিরুদ্ধে রয়েছে মোট ৬২টি মামলা। তার মধ্যে আবার ৫৮টি সাইটেশন এবং চারটি কম্পাউন্ড কেস।

এদিকে অপর বাসটির বিরুদ্ধে রয়েছে ৬৪টি মামলা। পরিবহণ দফতরের এক আধিকারিক বলছেন, “এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে, রাজ্যে কত পরিমাণে দুর্ঘটনা ঘটছে। কিছুক্ষেত্রে কার্যত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনভঙ্গ করা হচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনা রুখতে পরিবহণ দফতর আরও কঠিন পদক্ষেপ নিতে পারে। একমাত্র কড়া পদক্ষেপেই তাদেরকে সোজা পথে আনতে পারে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা