কলকাতার কোন রাস্তায় যানজট আর কোন রাস্তা ফাঁকা, তা জেনে নেওয়া ভীষণই প্রয়োজন আমজনতার কাছে।
সপ্তাহের ব্যস্ততম দিনে সকাল থেকেই ভিড় শহরে রাস্তায়। এই অবস্থায় কোন রাস্তায় গেলে তাড়াতারি গন্তব্যে পৌঁছন যাবে তা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন রাস্তায় গেলে যানজট এড়ানো যাবে তাও একবার অবশ্যই জেনে নেওয়া দরকার। অন্যদিকে বৃহস্পতিবার শহরে কোনও মিটিং বা মিছিল থাকছে কি না সে বিষয় ধারণা রাখতে হবে। কলকাতার কোন রাস্তায় যানজট আর কোন রাস্তা ফাঁকা, তা জেনে নেওয়া ভীষণই প্রয়োজন আমজনতার কাছে।
লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়েছে ৩১ অগাস্ট সকাল পর্যন্ত শহরের যান চলাচল মোটের উপর স্বাভাবিক। তবে এদিন শহরের একাধিক জায়গায় রয়েছে মিছিল ও জমায়েত। লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর আজ দুপুর দেড়টা নাগাদ কলকাতার একাধিক জায়গা থেকে মিছিল রয়েছে। শেয়ালদা স্টেশন এলাকায় রয়েছে মিছিল ও জমায়েত। তবে, মিছিল বা জমায়েতের কারণে কোনওভাবেই যাতে যান চলাচলে প্রভাব না পড়ে, তার জন্য নেওয়া হচ্ছে উপযুক্ত ব্যবস্থা।