রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সফর ঘিরে কড়া নিরাপত্তা শহরে, জানুন মঙ্গলবার কোন কোন রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল

Published : Mar 28, 2023, 08:56 AM IST
kolkata traffic

সংক্ষিপ্ত

সোমবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে শহরের একাধিক রাস্তায়। মঙ্গলবারও সেই ঘটনার ব্যতিক্রম হবে না বলেই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

দু'দিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। সোমবারের পর মঙ্গলবারও একগুচ্ছ কর্মসূচি রাষ্ট্রপতির। আজই শহরে শেষ দিন দৌপদী মুর্মুর। সূত্রের খবর মঙ্গলবার সকালে বেলুড়ে যাবেন তিনি। তারপর শান্তিনিকেতনে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপতির সফর ঘিরে সাজ সাজ রব শহর জুড়ে। মঙ্গলবারও যান চলাচল নিয়ন্ত্রীত শরের একাধিক রাস্তায়। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করেই কড়া নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। সোমবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে শহরের একাধিক রাস্তায়। মঙ্গলবারও সেই ঘটনার ব্যতিক্রম হবে না বলেই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার কোন কোন রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল?

সূত্রের খবর মঙ্গলবার সকালে বেলুড় মঠে যাবেন রাষ্ট্রপতি। তারপর রেসকোর্স থেকে কপ্টারে শান্তিনিকেতন যাওয়ার কথা তাঁর। রাষ্ট্রপতির সফর সূচি ঘিরেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। দিনের বিভিন্ন সময় নিয়ন্ত্রিত হবে বিভিন্ন রাস্তার যান চলাচল। মঙ্গলবার কোন কোন রাস্তা এড়িয়ে যাবেন? দেখে নেওয়া যাক।

সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট

সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দক্ষিণমুখী রেড রোডের বিকল্প পথ মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড অথবা স্ট্র্যান্ড রোডেও নিয়ন্ত্রিত হবে ট্র্যাফিক।

বিকল্প পথ কী কী?

  • উত্তরমুখী রেড রোডের বিপল্প পথ - জওহরলাল নেহরু রোড
  • উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ - সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড
  • দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ - স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড
  • দ্বিতীয় হুগলি সেতুর বিকল্প পথ - স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ

সকাল ৮টা ৪০ মিনিট থেকে সকাল ১১টা ১৫ মিনিট

সকাল ৮টা ৪০ মিনিট থেকে সকাল ১১টা ১৫ মিনিটে এজেসি বোস রোডে এবং এজেসি বোস উড়ালপুল এবং মা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিকল্প পথ কোনগুলি?

  • এই সময় এজেসি বোস রোডের বিকল্প পথ - সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড
  • এজেসি বোস উড়ালপুলের বিকল্প পথ - এজেসি বোস রোড
  • মা উড়ালপুলের বিকল্প পথ - পার্ক সার্কাস কানেক্টর

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা

এই সময় উত্তরমুখী খিদিরপুর রোড এবং দক্ষিণমুখী খিদিরপুর রোডে নিয়ন্ত্রিত হবে যান চলাচল।

বিকল্প পথ কোনগুলি?

  • উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ - সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড
  • দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ - স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড

আরও পড়ুন - 

মঙ্গলেও অব্যহত বৃষ্টি, সকাল থেকেই মুখভার আকাশের, জানুন আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা

উৎসব বোনাস বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, কত টাকা বাড়াল মমতা মন্ত্রিসভা, জেনে নিন

'ম্যাডাম রাষ্ট্রপতি সংবিধান রক্ষার দায়িত্ব আপনার', নাগরিক সংবর্ধনা মঞ্চে দ্রৌপদি মুর্মুকে আবেদন মমতার

PREV
click me!

Recommended Stories

Today Live News: এই সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে? জেনে নিন সেই তারিখগুলি
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী