সংক্ষিপ্ত
উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাজ পড়ার সম্ভাবনাও থাকছে বলে জানা যাচ্ছে।
সপ্তাহের দ্বিতীয় দিনও বদল নেই আবহাওয়ায়। মঙ্গলবারেও অব্যহত বৃষ্টির প্রভাব। সকাল থেকেই মুখভার আকাশের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রভাব বাড়বে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টি অব্যহত থাকার পাশাপাশি বদল নেই তাপমাত্রাতেও। আগামী দু'দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির প্রভাব থাকবে বলেই আশা করা যাচ্ছে। তবে তাপমাত্রা থাকছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রা চড়তে থাক দুই বঙ্গে। পাল্লা দিয়ে বাড়তে থাকে বৃষ্টিও। চৈত্র মাসেই বছরের প্রথম কালবৈশাখী দেখেছে রাজ্য। সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে পাহাড়েও। উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাজ পড়ার সম্ভাবনাও থাকছে বলে জানা যাচ্ছে।
২৮ মার্চ, মঙ্গলবারও অব্যহত বৃষ্টির প্রভাব। সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রভাব বাড়তে পারে বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী দু'দিন আবহাওয়ায় বিশেষ পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ৩০ মার্চ থেকে ফের রৌদ্রজ্বল আকাশ দেখবে শহরবাসী। ২৯ তারিখ, বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির প্রভাব। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ।
প্রসঙ্গত, সোমবার কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত জারি ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলী, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ পুরুলিয়া এবং বীরভূম, এই সবকটি জেলাতেই বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি পরিমাণে। বৃষ্টির সঙ্গে বজায় ছিল বজ্রপাত। অন্যদিকে, উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও সোমবার বৃষ্টি হয়েছিল। তবে, বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই কম। বৃষ্টির সঙ্গে বাজও পড়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।