
Kolkata Travel News: শীতের আমেজে ফের নতুন রূপে সাজছে তিলোত্তমা কলকাতা। শহরের রাস্তাঘাটে নেমে আসছে সকালের কুয়াশা, দিনের মিঠে রোদ আর শীতের স্বতন্ত্র আবহ। এই মনোরম মৌসুমে শহরকে নতুনভাবে ঘুরে দেখার সুযোগ করে দিতেই বড়সড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর। ডিসেম্বরের গোড়াতেই চালু হচ্ছে বিশেষ ‘কলকাতা দর্শন’ বাস ট্যুর প্যাকেজ, যা শহরবাসী থেকে পর্যটক সবাইকে কলকাতার অচেনা সৌন্দর্য চিনিয়ে দিতে তৈরি।
“হেঁটে দেখুন, শিখুন” জনপ্রিয় গানের এই স্মৃতিময় লাইনকেই কেন্দ্র করে শহর ঘোরার এই উদ্যোগে নতুন মাত্রা যোগ করা হয়েছে। পরিবহণ দপ্তরের বক্তব্য অনুযায়ী, কলকাতার আশপাশে এত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান থাকা সত্ত্বেও অনেকেই সেগুলো সম্পর্কে জানেন না। তাই এই শীতেই শহরকে নতুন করে চিনে নেওয়ার উৎসব শুরু হতে চলেছে।
এই প্যাকেজগুলিতে এসি ভলভো বাসে করে পেশাদার গাইডের সঙ্গে শহর ও শহরতলির বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘোরানো হবে। একটি প্যাকেজ ইকোপার্ক কেন্দ্রিক এবং অন্যটি কালীঘাট ও দক্ষিণ কলকাতা কেন্দ্রিক, যা মূলত শনি-রবিবার ও সরকারি ছুটির দিনগুলিতে চালু থাকবে।
প্যাকেজ ১: ইকোপার্ক কেন্দ্রিক
ঘোরার স্থান: এই প্যাকেজে ইকোপার্ক, মাদার্স ওয়াকস মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টিহাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট, নজরুল তীর্থ সহ বিভিন্ন জায়গা ঘোরানো হবে।
প্যাকেজ ২: কালীঘাট ও দক্ষিণ কলকাতা কেন্দ্রিক
ঘোরার স্থান: এই প্যাকেজে কালীঘাট এবং দক্ষিণ কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পর্যটকদের নিয়ে যাওয়া হবে।
একদিনের মধ্যেই শতাব্দির ইতিহাস, শিল্প-সংস্কৃতি, ব্রিটিশ আমলের স্থাপত্য এবং পুরনো কলকাতার স্মৃতি একসঙ্গে উপভোগ করা যাবে। পরিবহণ দফতর জানিয়েছে, টিকিট কাটা যাবে এসপ্ল্যানেড টিকিট কাউন্টার, পরিবহণ দফতরের অফিসিয়াল ওয়েবসাইট ও যাত্রীসাথী অ্যাপে।
টিকিট থাকবে দুটি ধরণ। সব দর্শনীয় স্থানের প্রবেশমূল্যসহ সম্পূর্ণ প্যাকেজ ও শুধুমাত্র বাসভাড়া যাঁরা সব জায়গায় ঢুকবেন না তাঁদের জন্য। বাসে থাকছে ব্রেকফাস্ট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা। তবে ভাড়া এখনও নির্ধারিত হয়নি।
অতিরিক্ত তথ্য:
পরিবহন: আরামদায়ক এসি ভলভো বাসে ভ্রমণ করানো হবে।
গাইড: অভিজ্ঞ গাইডের সঙ্গে ঘোরানো হবে।
শুরুর দিন: ডিসেম্বর মাসের শুরু থেকে এই প্যাকেজগুলি চালু হবে।
দিন: মূলত শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে এই প্যাকেজ চালু থাকবে।
লক্ষ্য: দেশি ও বিদেশি পর্যটকদের পাশাপাশি কলকাতার বাসিন্দাদেরও শহরকে নতুন করে চেনানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।