Dilip Ghosh Wedding: 'ভালোবাসা-বিয়ে সবকিছুরই নিজস্ব একটা সময় আছে', নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা অভিষেকের

Published : Apr 19, 2025, 12:42 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Abhishek Banerjee on Dilip Ghosh: কথায় বলে, 'বিয়ের ফুল যখন ফুটবে তখনই বিয়ে হবে'। দিলীপ ঘোষের ক্ষেত্রেও হয়ত তাই ঘটল। জীবনের ৬০টি বসন্ত একা কাটিয়ে ৬১-তে এসে বিয়ের পিঁড়িতে বসলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বিস্তারিত জানতে আরও পড়ুন…            

Abhishek Banerjee on Dilip Ghosh: কথায় বলে, 'বিয়ের ফুল যখন ফুটবে তখনই বিয়ে হবে'। দিলীপ ঘোষের ক্ষেত্রেও হয়ত তাই ঘটল। জীবনের ৬০টি বসন্ত একা কাটিয়ে ৬১-তে এসে বিয়ের পিঁড়িতে বসলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকাল থেকেই দিলীপ ঘোষের বিয়ের খবর ছিল হট টপিক বঙ্গ রাজনীতির। রিঙ্কু মজুমদারের সঙ্গে চারহাত এক হতেই শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন নবদম্পতি।

রাজনীতির সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে দিলীপ ঘোষকে বিবাহিত জীবনের শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেননি শাসক শিবিরেরে নেতা-মন্ত্রী বিধায়করা। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিধি মারফত শুক্রবার দুপুরে দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে ফুলের তোড়া আর কার্ড দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on Dilip Ghosh)। শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে তাদের বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কী লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on Dilip Ghosh):-

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ''@DilipGhoshBJP এবং শ্রীমতি রিঙ্কু মজুমদারকে এই সুন্দর নতুন সূচনার জন্য আন্তরিক অভিনন্দন। ভালোবাসার নিজস্ব সময় এবং নিজস্ব ছন্দ আছে এবং তোমাদের একত্রিত হওয়া সেই সত্যের একটি সুন্দর প্রমাণ। এই চমৎকার নতুন অধ্যায়ে পা রাখার সঙ্গে সঙ্গে তোমাদের দুজনেরই জীবনের সুখ, শান্তি এবং সাহচর্য কামনা করছি।''

 

 

অন্যদিকে দিলীপ ঘোষকে বিবাহিত জীবনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '',আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন ভালো থাকুন। জন্মদিনেও দিলীপ দা-কে শুভেচ্ছা জানাই।''

দিলীপ ঘোষের প্রেমের শুরু হয়েছিল ইকো পার্ক থেকে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রচনা বলেন, ''ইকোপার্ক সবার জন্য। দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে, বসতে পারছে। খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন। প্রেম পর্বের সূচনাও হচ্ছে। সব জায়গায় দিদি আছে। সর্ব জায়গায় দিদি সূত্রপাত করেন আরকি।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের