আর জি করে নির্যাতিতার বাবা-মায়ের অনুরোধে সাড়া, আমরণ অনশন, মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘট প্রত্যাহার

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে আড়াই মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করছেন।

ধর্মতলায় টানা ১৭ দিন ধরে অনশন চালিয়ে যাওয়ার পর সোমবার রাতে এই আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। এদিন বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। দু'ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। এরপর ধর্মতলায় ফিরে আসেন আন্দোলনকারীরা। এরপর তাঁরা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে ধর্মতলায় অনশন মঞ্চে পৌঁছন আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার বাবা-মা। তাঁরা জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেন। সেই অনুরোধে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে নিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, সাধারণ মানুষও অনশন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সবার অনুরোধে সাড়া দিয়েই অনশন প্রত্যাহার করে নেওয়া হল। জুনিয়র ডাক্তাররা আরও জানিয়েছেন, মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে যে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলনও প্রত্যাহার করে নেওয়া হল। ন্যায়বিচারের দাবি থেকে তাঁরা সরে আসছেন না বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

শনিবার আর জি কর মেডিক্যাল কলেজে সমাবেশ

Latest Videos

সোমবার রাতে আমরণ অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেছেন, 'আমরা আমরণ অনশন প্রত্যাহার করছি। তবে আন্দোলন প্রত্যাহার করছি না। শনিবার সমাবেশের ডাক দিচ্ছি আমরা। এই সমাবেশ হবে আর জি কর মেডিক্যাল কলেজে।'

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি নন জুনিয়র ডাক্তাররা

নবান্নে বৈঠক প্রসঙ্গে দেবাশিস জানিয়েছেন, 'সরকারের শরীরি ভাষা আমাদের ভালো লাগেনি। আমাদের 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা ব্যাজ পরে বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। থ্রেট কালচার নিয়ে বলতে গেলে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মার্চে মেডিক্যাল কলেজে ছাত্র নির্বাচন হবে। এটা আমাদের আন্দোলনের জয়।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রমাণ লোপাটের নেপথ্যে রয়েছেন ডাক্তারি পড়ুয়ারা, ফের প্রকাশ্যে এল ভয়ঙ্কর তথ্য

RG Kar Case: আরজি কর হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত? সন্দীপ-অভিজিতের মোবাইলের গোপন ভিডিও সিবিআই-এর হাতে

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed