স্বস্তির বৃষ্টি হলেও নিস্তার নেই বজ্রপাতে, খাস কলকাতায় প্রাণ হারালেন ২ জন

Published : Jun 10, 2023, 03:05 PM IST
thunder storm

সংক্ষিপ্ত

বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত হওয়ার সতর্ক বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সতর্ক বার্তাই অবশেষে সত্যি হল কলকাতা শহরে। শুক্রবার আকস্মিক বজ্রপাতে খাস তিলোত্তমার বুকে প্রাণ গেল ২ জন মহিলার। 

কেরলে বর্ষা ঢোকার পরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে প্রাক বর্ষা। শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শনিবারও এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, এই বৃষ্টির সঙ্গেই দোসর হয়েছে ভয়াল বজ্রপাত।

বিগত বেশ কয়েকদিন ধরেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত হওয়ার সতর্ক বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সতর্ক বার্তাই অবশেষে সত্যি হল কলকাতা শহরে। শুক্রবার আকস্মিক বজ্রপাতে খাস তিলোত্তমার বুকে প্রাণ গেল ২ জন মহিলার।

বৃষ্টির জেরে প্রবল তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি মিললেও বাজ পড়ে কলকাতার রাস্তায় প্রাণ হারালেন ২ জন মানুষ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক ব্যক্তিকে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার বিকেলে কলকাতার ই এম বাইপাস সংলগ্ন ধাপা এলাকায় অকস্মাৎ বাজ পড়ে এবং তার আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন দুই মহিলা। তাঁদেরকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুজনের নাম কাজলা নস্কর, বয়স ৫৮ বছর ও পলানি মণ্ডল, বয়স ২৪ বছর। দুজনেই সোনারপুরের বাসিন্দা বলে জানা গেছে। বাজ পড়ার সময় দুজন ধাপা এলাকার খোলা মাঠে কাগজ কুড়ানোর কাজ করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় মানুষরা।

বজ্রপাতে আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক ব্যক্তি, স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর নাম সন্ন্যাসী মণ্ডল। তাঁর শারীরিক আঘাতও বেশ আশঙ্কাজনক।

আরও পড়ুন- 
Odisha Train Accident: চাপ চাপ রক্ত আর লাশের স্তূপ! ছাত্র-শিক্ষকদের ভয়ে ভেঙে ফেলা হল ওড়িশার বাহানাগা স্কুল
Weather News: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, শনিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?

অ্যামাজনের জঙ্গলে অবিশ্বাস্য ঘটনা! প্লেন ভেঙে ১ মাস ধরে গভীর জঙ্গলে পড়ে রইল কলম্বিয়ার ৪ শিশু

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর