ফেব্রুয়ারি থেকে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার, বদল হল নিয়ম, দেখে নিন কারা বাদ গেলেন
পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন আসছে। ফেব্রুয়ারি থেকে নতুন নিয়মে আবেদন করতে হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা, যাঁরা সরকারি বা বেসরকারি চাকরি করেন না এবং আয়কর দাতা নন, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নয়া প্রকল্প নিয়ে এসেছেন। সমাজসেবা মূলক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী।
এই সকল প্রকল্পের উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা।
মমতা সরকারের এই সকল প্রকল্পের তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প।
মমতা সরকারের নানান প্রকল্পের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে এই প্রকল্পে সাধারণ জাতির মহিলাদের ১০০০ এবং তপশিলি মহিলাদের ১২০০ টাকা করে দিয়ে থাকেন।
পশ্চিম বঙ্গের অধিকাংশ মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্পের সুবিধা। শেষ ডিসেম্বরে আরও ৫ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত হয়।
এবার বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম। ফেব্রুয়ারি থেকে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। বাতিল হল হাজার হাজার অ্যাকাউন্ট।
যে সকল মহিলার লক্ষ্মীর ভাণ্ডার পেতে চান তাদের নয়া নির্দেশ মানতে হবে। তা না হলে এই সুবিধা পাবেন না।
আপনার বয়স যদি ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয় তবেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। জমা দিতে হবে বয়সের প্রমাণ পত্র।
লক্ষ্মীর ভাণ্ডার পেতে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। তেমনই সেই অ্যাকাউন্ট আধার লিঙ্ক করা থাকতে হবে।
আপনির অ্যাকাউন্টে KYC জমা দেওয়া হতে হবে। তা না হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
আপনি সরকারি কিংবা বেসরকারি কোনও রকম চাকরি করলে বা রোজগার করলে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
আপনার পরিবারের কেউ আয়কর দাতার মধ্যে দিয়ে থাকলে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
শীঘ্রই শুরু হচ্ছে দুয়ারে সরকার। সেখানে গিয়ে নতুন করে আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য়।