ফেব্রুয়ারি থেকে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার, বদল হল নিয়ম, দেখে নিন কারা বাদ গেলেন

Published : Jan 18, 2025, 09:28 AM IST

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন আসছে। ফেব্রুয়ারি থেকে নতুন নিয়মে আবেদন করতে হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা, যাঁরা সরকারি বা বেসরকারি চাকরি করেন না এবং আয়কর দাতা নন, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

PREV
113

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নয়া প্রকল্প নিয়ে এসেছেন। সমাজসেবা মূলক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী।

213

এই সকল প্রকল্পের উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা।

313

মমতা সরকারের এই সকল প্রকল্পের তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প।

413

মমতা সরকারের নানান প্রকল্পের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে এই প্রকল্পে সাধারণ জাতির মহিলাদের ১০০০ এবং তপশিলি মহিলাদের ১২০০ টাকা করে দিয়ে থাকেন।

513

পশ্চিম বঙ্গের অধিকাংশ মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্পের সুবিধা। শেষ ডিসেম্বরে আরও ৫ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত হয়।

613

এবার বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম। ফেব্রুয়ারি থেকে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। বাতিল হল হাজার হাজার অ্যাকাউন্ট।

713

যে সকল মহিলার লক্ষ্মীর ভাণ্ডার পেতে চান তাদের নয়া নির্দেশ মানতে হবে। তা না হলে এই সুবিধা পাবেন না।

813

আপনার বয়স যদি ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয় তবেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। জমা দিতে হবে বয়সের প্রমাণ পত্র।

913

লক্ষ্মীর ভাণ্ডার পেতে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। তেমনই সেই অ্যাকাউন্ট আধার লিঙ্ক করা থাকতে হবে।

1013

আপনির অ্যাকাউন্টে KYC জমা দেওয়া হতে হবে। তা না হলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

1113

আপনি সরকারি কিংবা বেসরকারি কোনও রকম চাকরি করলে বা রোজগার করলে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

1213

আপনার পরিবারের কেউ আয়কর দাতার মধ্যে দিয়ে থাকলে পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

1313

শীঘ্রই শুরু হচ্ছে দুয়ারে সরকার। সেখানে গিয়ে নতুন করে আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য়।

click me!

Recommended Stories