সেমিনার হলের ক্রাইম সিনে প্রচুর মানুষের জটলা! আরজি করের ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ১৮ দিন পর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ক্রাইম সিনে মানুষের জটলা। ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন কেন পুলিশ ক্রাইম সিন ঘিরে রাখেনি।

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের পরে কেটে গেছে ১৮ দিন । তারই মধ্যে ভাইরাল হয়েছে ৯ অগাস্ট হাসপাতালের সেমিনার রুমের একটি ভিডিও। যা দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছে একটি মৃতদের উদ্ধারের পরেও কেন পুলিশ ক্রাইম সিন ঘিরে রাখল না। পাশাপাশি প্রশ্ন উঠেছে কেন এত মানুষের জটলা সেমিনার রুমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়নেট নিউজ বাংলা। কিন্তু ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছে নিয়ম নীতি শিকেয় তুলে কী করে ক্রাইম সিনে এত মানুষ জটলা করতে পারে।

ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ৮ অগাস্ট গভীর রাতে চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণ করা হয়েছিল। মৃতদেহ উদ্ধার করা হয়েছিল পরের দিন অর্থাৎ ৯ অগাস্ট সকাল ৯টা নাগাদ। সেই দিন অর্থাৎ ৯ অগাস্ট সকালেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। কিন্তু ভিডিও দেখে অনেক নেটিজেনই প্রশ্ন তুলতে শুরু করেছে, কী করে একটি ক্রাইম সিনে এত মানুষ জটলা করতে পারে। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়েও। কারণ পুলিশ কেন ক্রাইম সিন সিল করে দেয়নি।

Latest Videos

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের তদন্তের ভার গিয়েছে সিবিআই-এর হাতে। তদন্তকারীদের সুপ্রিম কোর্টে দাবি করেছেন, খুন যেখানেই হোক না কেন, ক্রাইম সিন বদল করা হয়েছে। আরজি কর -কাণ্ডের ১৮ দিন পরে ঘটনার দিন সেমিনা হল থেকে তোলা হয়েছে বলে দাবি করে এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ঘুরছে যা দেখে অনেকেই মনে করতে শুরু করেছেন, সত্যই ক্রাইম সিনের যত্ন নেয়নি পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ঘটনাস্থলে রয়েছেন আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেখানে হাজির ছিলেন সন্দীপের আপ্তসহায়ক। ছিলেন আরজি করেন দেবাশিস সোম। এক আইনজীবীও ছিলেন ঘটনাস্থলে। ঘটনাস্থলে পুলিশের এক বড়কর্তার উপস্থিতিও ছিল। কিন্তু ভিড় নিয়ন্ত্রণে তাঁর কোনও ভূমিকা ছিল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M