মঙ্গলবার নবান্ন অভিযান, কোন রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ? জেনে নিন

মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ ব্যতীত ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী গাড়ির আগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Soumya Gangully | Published : Aug 26, 2024 7:43 AM IST / Updated: Aug 26 2024, 02:11 PM IST

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে যাতে কলকাতা ও হাওড়ায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে পুলিশ। মঙ্গলবার ভোর থেকেই বিভিন্ন রাস্তায় বিধিনিষেধ চালু হয়ে যাচ্ছে। কলকাতার বিভিন্ন রাস্তায় মঙ্গলবার ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। তবে দুধ, আনাজ, ফল, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের মতো নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্যের গাড়িগুলিকে ছাড় দেওয়া হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু, কোনা এক্সপ্রেসওয়ে, হাওড়ার ফোরশোর রোডের দিকে মঙ্গলবার পুলিশের বেশি নজর থাকবে। কারণ, এই রাস্তাগুলি দিয়েই নবান্নে পৌঁছতে হয়। অতীতে নবান্ন অভিযানের সময় দেখা গিয়েছে হাওড়ার সাঁতরাগাছি, বেতড় মোড়, শিবপুর, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নবান্নের দিকে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবারও সেটাই হতে পারে।

মঙ্গলবার কোন রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ?

Latest Videos

মঙ্গলবার বেলা গড়ালেই কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়ার বিভিন্ন রাস্তাতেও যান নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ। খিদিরপুর রোড, রিমাউন্ট রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড, ফিডার রোডে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। রেড রোড, জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভেনিউ, ডাফরিন রোড, মেয়ো রোড, ক্যাথিড্রাল রোড, এজেসি বোস রোডে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। এছাড়া হাওড়া ব্রিজ, ব্র্যাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, এস এন ব্যানার্জি রোড, কলাকার স্ট্রিট, কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটেও যান নিয়ন্ত্রণ করা হবে।

পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা

মঙ্গলবার নবান্ন অভিযানে কত লোক হবে এবং কী পরিস্থিতি তৈরি হবে, সে বিষয়ে আগাম কিছু বলা কঠিন। সবরকম পরিস্থিতির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সন্দীপ ঘোষের বাড়িতে ১৩ ঘণ্টা তল্লাশি, কতদূর অগ্রসর হলেন সিবিআই আধিকারিকরা?

বিনামূল্যে পাওয়া জিনিস কেনা হত টাকা দিয়ে, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য, উদ্ধার নথি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati