রণক্ষেত্র! মাথা ফাটল পুলিশের, হাওড়া ব্রিজে জল কামান, পরের পর ফাটান হল কাঁদানে গ্যাসের সেল

হাওড়া ব্রিজে জল কামান! ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা, পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

ছাত্র সমাজের আন্দোলনে অগ্নিগর্ভ শহরের বিভিন্ন জায়গায়। হাওড়া ব্রিজে বিশাল ব্যারিকেডের সামনে জল কামান পুলিশের। কোণা এক্সপ্রেসওয়েতে ব্যারিকড ভাঙল আন্দোলনকারীরা। ছোঁড়া হল কাঁদানে গ্যাস। হাওড়া ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। একের পর এক কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হল। 

আন্দোলনকারীদের আটকাতে সমানে জল কামানের ব্যবহার করছে কলকাতা পুলিশ। অন্যদিকে জাতীয় পতকা হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠল আন্দোনকারীরা। যাতে কোনও বাবে হাওড়া ব্রিজের উপরে আন্দোলনকারীরা উঠতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে।

Latest Videos

কোণা এক্সপ্রেস ওয়েতে ক্ষোবে ফেটে পড়েছেন জনতা। কেন তাঁদের মিছিল করতে দেওয়া হচ্ছে না তাই নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। বসে পড়েছেন মাটিতে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন। পুলিশকে লক্ষ্য করে রেলের পাথর ছোঁড়া হচ্ছে। ব্যারিকেড ভাঙতে পাথর ছুঁড়ছেন সাধারণ মানুষ। সাঁতরাগাছিতেও ভয়াবহ পরিস্থিতি। 

আন্দোলনকারীদের দাবি “নবান্নে যেতে দিতে হবে”। ফাটান হচ্ছে একের পর এক কাঁদানে গ্যাসের সেল। ইতিমধ্যেই এক পুলিশকর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করেছেন আন্দোলনকারীরাই। 

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News