রণক্ষেত্র! মাথা ফাটল পুলিশের, হাওড়া ব্রিজে জল কামান, পরের পর ফাটান হল কাঁদানে গ্যাসের সেল

Published : Aug 27, 2024, 01:11 PM ISTUpdated : Aug 27, 2024, 02:07 PM IST
Cm

সংক্ষিপ্ত

হাওড়া ব্রিজে জল কামান! ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা, পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

ছাত্র সমাজের আন্দোলনে অগ্নিগর্ভ শহরের বিভিন্ন জায়গায়। হাওড়া ব্রিজে বিশাল ব্যারিকেডের সামনে জল কামান পুলিশের। কোণা এক্সপ্রেসওয়েতে ব্যারিকড ভাঙল আন্দোলনকারীরা। ছোঁড়া হল কাঁদানে গ্যাস। হাওড়া ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। একের পর এক কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হল। 

আন্দোলনকারীদের আটকাতে সমানে জল কামানের ব্যবহার করছে কলকাতা পুলিশ। অন্যদিকে জাতীয় পতকা হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠল আন্দোনকারীরা। যাতে কোনও বাবে হাওড়া ব্রিজের উপরে আন্দোলনকারীরা উঠতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে।

কোণা এক্সপ্রেস ওয়েতে ক্ষোবে ফেটে পড়েছেন জনতা। কেন তাঁদের মিছিল করতে দেওয়া হচ্ছে না তাই নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। বসে পড়েছেন মাটিতে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন। পুলিশকে লক্ষ্য করে রেলের পাথর ছোঁড়া হচ্ছে। ব্যারিকেড ভাঙতে পাথর ছুঁড়ছেন সাধারণ মানুষ। সাঁতরাগাছিতেও ভয়াবহ পরিস্থিতি। 

আন্দোলনকারীদের দাবি “নবান্নে যেতে দিতে হবে”। ফাটান হচ্ছে একের পর এক কাঁদানে গ্যাসের সেল। ইতিমধ্যেই এক পুলিশকর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করেছেন আন্দোলনকারীরাই। 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর