রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

Published : Dec 28, 2025, 07:56 AM IST

WB CEO Security: রাজ্যজুড়ে এসআইআর-এর কাজ শুরুর দিন থেকে বারে বারে অশান্তির মুখে পড়েছেন বিএলও-রা সহ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। ফলে ভোটার-শুনানি পর্বে সেই গণ্ডগোলের যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বাড়ানো হল সিইও দফতরের নিরাপত্তা। জানুন আরও…

PREV
15
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা সংক্রান্ত শুনানি। আর সেই আবহে এবার বঙ্গে SIR শুনানি পর্বের দিনই অর্থাৎ শনিবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। বাড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা। জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল মাস খানেক আগে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও-র দফতরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে আনার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শনিবার থেকেই দফতরের দায়িত্ব নিল সেন্ট্রাল ফোর্স। এত দিন সিইও-র দফতরের নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের কাঁধে। 

25
ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা সিইও দফতরে। প্রতিদিন চার থেকে পাঁচ জনের এক একটি দল দায়িত্বে থাকবে।‌ সব মিলিয়ে সম্ভবত এক সেকশন বাহিনী মোতায়েন। মূলত সিআইএস‌এফ এর জ‌ওয়ানরাই নিরাপত্তা নিশ্চিত করছেন। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় মূলত ৮ থেকে ১১ জন জ‌ওয়ান থাকেন। ১ থেকে ২ জন কম্যান্ডো।

35
মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তায় তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক

মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠায় কমিশন। 

45
কর্মীদের নিরাপত্তায় জোর

বুধবার অর্থাৎ গত  ১৮ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে কমিশনের তরফে জানানো হয়, এসআইার চলাকালীন ২৪ ও ২৫ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে ঘিরে ফেলার ঘটনায় দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়ে।

55
নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি

চিঠিতে কার্যত আশঙ্কা প্রকাশ করে কমিশন জানায়, Sir এর সংবেদনশীলতা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপরই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান সি মুরুগান। সূত্রের খবর, ফলতার প্রসঙ্গ টেনে বাংলার সমস্ত রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানো হোক, এই মর্মে তিনি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কপি পাঠিয়েছিলেন সিইও দফতরকেও।

Read more Photos on
click me!

Recommended Stories