জানা গিয়েছে, ব্লু লাইন দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম পরিষেবা সকাল ৮টা পাওয়া যাবে। গ্রিন লাইনে হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা যথাক্রমে সকাল ৮টা এবং সকাল ৮টা ০২ মিনিটে শুরু হবে। ব্লু এবং গ্রিন লাইনে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে। ওই দিন হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত বিশেষ পরিষেবাটি রাত ১০টা ০৫ মিনিটে পরিচালিত হবে।